১৯৭১ এর কাল রাত খ্যাত ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ভোলা বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বুধবার বেলা ১১টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান এর সভাপতিত্বে, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, টিএস নিরুপম সরকার সোহাগ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। এছাড়া দিনটি গুরুত্বের সাথে পালন করেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান।