পটুয়াখালীর গলাচিপায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ মার্চ সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন হলরুমে উপজেলা প্রশাসন কতৃক আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাছিম রেজা সভাপতিত্ব করেন। সভায় আরো উপস্থিত থাকেন থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, প্রানী সম্পদ অফিসার ডাঃ সজল দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। এছাড়াও আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ হারুন অর রশিদ, বকুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, তথ্য আপা মোসাঃ ইসমাত আরা, সাংবাদিক সোহাগ রহমান, সাংবাদিক সোহেল আরমান, সাংবাদিক জহিরুল ইসলাম চয়ন, সাংবাদিক শিশির হাওলাদার সহ আরো অনেকে। এসময় সভায় ১৯৭১ সালের কালো রাত ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাকা- অপারেশন সার্চলাইট চালিয়ে শিশু, বৃদ্ধ, যুবক, যুবতি, বুদ্ধিজীবী, শিক্ষক, থেকে শুরু করে সাধারণ জনগনকে হত্যা করে সেই স্মৃতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।