ঢাকার কেরাণীগঞ্জ তারেক রহমান নির্দেশে ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল। গতকাল মঙ্গলবার বিকালে জিনজিরা ঈদগাঁ ময়দানে এই সব বিতরণ করা হয়। ঈদ সামগ্রী মধ্যে ছিল সেমাই,চিনি,দুধ অন্যতম। রেজাউল কবির পল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছেন। তিনি ফ্যাসিস্টের কাছে কখনো মাথা নত করেননি। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার উপর অনেক র্নিযাতন চালানো হয়েছে, বিনা কারনে তাকে কারা বরণ করানো হয়েছে। তারেক রহমান হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে বলে জানান তিনি। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাসুদ, আশ্রাফ প্রমূখ।