হাতিয়ায় ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরায়েলি অগ্রাসনের বিরদ্ধে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছে তমরদ্দি বাজার তৌহিদী জনতার ব্যানারে ক্ষুব্দ মুসল্লিরা। বিক্ষোভ মিছিলটি তমরদ্দি বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিন করে। এ সময় বিভিন্ন মসজিদের মুসল্লি ও মাদ্রসার ছাত্ররা খন্ড খন্ড ভাবে বিক্ষোভে মিছিল যোগদেন। পরে সংক্ষিপ্ত আলোচনায় জামায়াতে ইসলামী তমরদ্দি যুব সভাপতি শেখ জালিশ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওঃ নুরনবী প্রভাষক তমরদ্দি আহমদিয়া ফাজিল মাদ্রাসা,মাওঃ আয়াত হোসেন সভাপতি জমায়াতে ইসলামী তমরদ্দি ইউনিয়ন, মোঃ মাইন উদ্দিন সাধারণ সম্পাদক জমায়াতে ইসলামী তমরদ্দি ইউনিয়ন, মাসুম বিল্লাহ প্রধান শিক্ষক ক্ষিরোদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোঃ রুবেল উদ্দিন কৃষকদল সভাপতি তমরদ্দি ইউনিয়ন। এ সময় বক্তারা বলেন, জাতিসংঘ, আবরলীগ ওআইসি সহ বিশ্বের সকল মুসলমানকে ক্ষতবিক্ষত ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য এবং ইসরায়েলি অগ্রসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য আহবান জানান।