বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

কাপাসিয়ায় বৃদ্ধাশ্রমে ছাত্র শিবিরের অনন্য ইফতার আয়োজন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

গাজীপুরের কাপাসিয়া উপজেলার উত্তর সীমান্তবর্তী টোক ইউনিয়নে বেসরকারিভাবে গড়ে উঠা ‘আব্দুল আলী সেবাশ্রমে’ অসহায় বৃদ্ধ মানুষদের নিয়ে এক অনন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখা। ২৪ মার্চ সোমবার ছাত্র শিবির আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর -৪ ( কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রাথী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, ছাত্র শিবিরের গাজীপুর জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারি ইসমাঈল পাঠান, কাপাসিয়া উপজেলার সভাপতি মারুফ কামাল, সেক্রেটারি রাকিব হাসান। আব্দুল আলী সেবাশ্রমের সকল বৃদ্ধ ও অসহায় মানুষের মাঝে শিবির মানসম্মত ইফতার সামগ্রী বিতরণ করে। নেতৃবৃন্দ তাদের সাথে দীর্ঘ সময় কাটায়, জীবনের অপ্রকাশিত গল্প শোনে। পরে বৃদ্ধ ও অসহায় মানুষদের সাথে নিয়ে দোয়া ও ইফতার করেন। এ ব্যাপারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “বয়সের ভারে নুয়ে পড়া প্রায় শতবর্ষী মানুষগুলো পরিবারের সদস্যদের ছাড়া এখানে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। এই মানুষগুলোর প্রত্যেকের এই বৃদ্ধাশ্রমে আসার পেছনে রয়েছে নির্মম হাজারো গল্প। প্রতিটি গল্প যে কারো অন্তরকে বিগলিত করবে, জীবনের সেই নির্মম বাস্তবতাগুলো তাদের কাছ থেকে শুনতে গেলে চোখগুলো টলটল করে ওঠে। হৃদয় গহীনে তীব্র হাহাকার অনুভব হয়। মন চায় রাজ্যের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখি আমার দাদার বয়সী এই মানুষগুলোকে। তাই ঈদের পূর্ব মুহূর্তে গিয়েছিলাম সবার সাথে একটু সাক্ষাৎ করতে। এত কষ্টের মধ্যেও তারা আমাকে ভালোবাসা মাখা হাসিমুখে সময় দিয়েছেন। মহান মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ আপনি ভইবৃত্ত এই মানুষগুলোকে ঈদের আনন্দে পরিপূর্ণ করে দিন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন।”




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com