রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

‘জংলি’ রিমেক করতে চায় দক্ষিণ ভারত

বিনোদন:
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা ‘জংলি’ রিমেক করার প্রস্তাব দিয়েছে দক্ষিণ ভারতের মালায়ালাম-তেলেগু ইন্ডাস্ট্রি। সবকিছু পরিকল্পনা মতো এগুলে ‘জংলি’ প্রযোজক ছবিটি রিমেকের অনুমতি দেবেন বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা সংশ্লিষ্ট একটি সূত্র।
পোস্ট প্রোডাকশনের সময়ই ‘জংলি’ রিমেক করার প্রস্তাব দেওয়া হয় নির্মাতাদের। ছবিটির পোস্টার, টিজার, সিনেমার ফুটেজ দেখেই তারা এ আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি করে ওই সূত্র। তবে তারা এও জানায়, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। অন্যদিকে সিনেমাটির প্রযোজক টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি গণমাধ্যমকে জানিয়েছেন চলতি সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হতে পারে।
জাহিদ হাসান অভি বলেন, ‘আমাদের সিনেমাটির সম্পাদনা বাংলাদেশে হয়েছে, কিন্তু এর কালার গ্রেডিং করা হয়েছে ভারতে। পোস্ট প্রডাকশনের সময় মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউজটি “জংলি”র রাফ কাট দেখেছে।’
নির্মাণ চলাকালেই দক্ষিণ ভারতের মতো ইন্ডাস্ট্রি থেকে এ ধরনের প্রস্তাব কীভাবে দেখছেন? অভি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই আনন্দের। এর আগে আমাদের সিনেমার ডাবিং ভার্সন অন্য দেশে গেছে। এবার আর ডাবিং নয়, রিমেক রাইটস নিতে চাইছে। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমনটা হতে যাচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে। এরপরই এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে পারব।’ এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com