রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

শেরে বাংলায় ধ্বংসস্তূপে দাঁড়িয়ে উত্তাল উইলোবাজি শামীম পাটোয়ারীর

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

তার সাথে আর কেউ রান পাননি। রান পাননি বলা কম হয়ে গেল। দাঁড়াতে পারেননি বলাই হবে যুক্তিযুক্ত। নাইম শেখ (১৮), আব্দুল্লাহ আল মামুন (৭), শাহাদাত হোসেন দিপু (১), জাকির হাসান (০), সাজ্জাদুল হক রিপন (০), ইরফান শুক্কুর (১৯) আর রিশাদ হোসেন (৩) ব্যর্থতার ঘানি টেনেছেন। গতকাল রোববার শেরে বাংলায় মোহামেডান পেসার এবাদত হোসেন আর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সাঁড়াশি বোলিং আক্রমণের বিপক্ষে ব্যর্থতার মিছিল করেছেন প্রাইম ব্যাংকের বাকি ব্যাটাররা। তারা ৭ জন মিলে করেছেন মোটে ৪৮ রান। ব্যতিক্রম একজনই-শামীম পাটোয়ারী।
একদিক আগলে রাখার পাশাপাশি বুক ভরা সাহস নিয়ে স্বচ্ছন্দে ব্যাটিং করলেন শামীম পাটোয়ারী। একবারের জন্য মনে হয়নি অন্যপ্রান্তে প্রায় শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেটের পতন ঘটছে। যখনই স্ট্রাইক পেয়েছেন, একদম আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে ব্যাটের মাঝখান দিয়ে খেলেছেন এ বাঁহাতি উইলোবাজ।
মাত্র ৬৭ রানে ইনিংসের প্রথম অর্ধেক খোয়া যাওয়ার পর এতটুকু হতোদ্যম না হয়ে ঝড়ের গতিতে উইকেটের চারিদিকে বাহারি শট খেলা সহজ কাজ নয়। রীতিমত কঠিন। শামীম আজ সে কঠিন কাজটিই অবলীলায় করে দেখালেন। মোহামেডানের বোলারদের যেখান দিয়ে খুশি উড়িয়ে মেরেছেন। কখনো বাউন্ডারি, কখনওবা ছক্কার ফুলঝুরিতে মাঠ মাতিয়েছেন শামীম পাটোয়ারী। অমন চাপের মুখে দমে না গিয়ে ইচ্ছেমত শটস খেলে ফিপটি পূরণ করেছেন মাত্র ৩২ বলে।
হাতে পর্যাপ্ত ওভার বাকি ছিল। কিন্তু পার্টনার ছিলেন মাত্র ২ জন। তাই সময় গড়ানোর সাথে সাথে আরও তেড়েফুওে ব্যাট চালাতে গিয়ে নিজের সেঞ্চুরিটাও পূর্ণ করা হয়নি শামীম পাটোয়ারির। শতক থেকে মাত্র ১১ রান পিছনে থেকে মোহামেডান পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কাট করতে গিয়ে শর্ট থার্ডম্যানে আবু হায়দার রনির হাতে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটার।
শেষ পর্যন্ত শামীম পাটোয়ারীর সাহসী আর মারমুখী ব্যাটিংয়ের ওপর ভর করেই দেড়শো পেরিয়েছে (১৭৪) প্রাইম ব্যাংক। যার ৮৯ রানই শামীমের। ৬১ বলের ইনিংসে ৮৯ রানের ৬৪-ই (৪ ছক্কা ও ১০ বাউন্ডারি) আসে শুধু বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে। মোহামেডানের পেসার এবাদত হোসেন ২৭ রানে ৩টি আর স্পিনার তাইজুল ইসলাম মাত্র ৫ রানে নেন ৪টি উইকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com