রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

যমুনা চরের নিরীহ কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ইসলামপুরের সাপধরী ইউনিয়নে যমুনার বুকে জেগে উঠা দূর্গম চেঙ্গানিয়া চরের নিরীহ কৃষকদের উপর নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামের মো: ওয়াহেদুজ্জামানের দায়ের করা মিথ্যা মামলার কোন প্রকার সুষ্ঠু তদন্ত হয়নি। অথচ ইসলামপুর থানা পুলিশ আদালতে মামলাটির ভূয়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন বলে অভিযোগ উঠেছে। ইসলামপুরে যমুনার দূর্গম চেঙ্গানিয়া চরের নিরীহ কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভূয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাহারের দাবীতে শুক্রবার দুপরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন ইসলামপুরের সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের ভূক্তভোগী নিরীহ কৃষকরা। জানা গেছে, যমুনার বুকে জেগে উঠা ইসলামপুরের কাঠমা কৃষ্ণনগর মৌজার দূর্গম চরাঞ্চলের ফসলি ভূমির মালিকানা ও দখল নিয়ে স্থানীয় কাঠমা ও চেঙ্গানিয়া গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন যাবত নানা বিরোধ চলে আসছে। এ নিয়ে দুগ্রুপের মাঝে একাধিকবার ধাওয়া- পাল্টা ধাওয়া, মারা-মারি ও একাধিক মামলা মোকদ্দমার ঘটনাও ঘটেছে। এরই ধারাবাহিকতায় ইসলামপুরের সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া চরাঞ্চলের নিরীহ কৃষকদের নিজ বসতভিটা ও তাদের জন্মভূমি থেকে বিতারিত করতে ষড়যন্ত্রমূলক ভাবে গত ২১ ডিসেম্বর মামলা দায়ের করেছে ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামের ওয়াহেদুজ্জামান। তিনি জামালপুরের মামলা আমলে নেওয়ার আদালত ইসলামপুর শাখায় দায়ের করেছেন মামলাটি। সি.আর মামলা নম্বর-৩৯(০১)২০২৫, তারিখ- ১৪/০১/২০২৫ ইং। ওই মামলায় ইসলামপুরের কাঠমা গ্রামের মো: লাঞ্জু, মো: অদু, মো: হাছান আলী, এবং সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের আব্দুল হক বাক্কা, মো: হেকমত আলী, মো: লোকমান আলী ও মো: সৈয়দুজ্জামান সহ ১৯ জনকে নামীয় এবং ১৬ জনকে বেনামীয় উল্লেখ করে মোট ৩৫ জনকে আসামী করা হয়েছে। মামলার বাদী ওয়াহেদুজ্জামান মামলাটির আসামীদের বিরুদ্ধে কাঠমা কৃষ্ণনগর মৌজায় থাকা তার নিজের ও মামলার সাক্ষীদের ভোগ দখলীয় ৫০ একর পৈতৃক ভূসম্পত্তি জবর দখলের অভিযোগ করেছেন। এছাড়াও ওইসব জমিতে তাদের চাষ করা অন্তত: ৩৬ লাখ ৭৬ হাজার ৪শ টাকা মুল্যের মরিচ, পিঁয়াজ, বাদাম ও মাস কালাইসহ বিভিন্ন ফসল জোর পূর্বক তুলে নেওয়ারও অভিযোগ করেছেন। এছাড়াও মামলাটির তদন্তকারী কর্মকর্তা ইসলামপুর থানার এস আই মো: আব্দুল হাই ওই মামলাটির কোন প্রকার সুষ্ঠু তদন্ত ছাড়াই আদালতে ভূয়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন বলে বিবাদীগনের অভিযোগে জানাগেছে। অপরদিকি কাঠমা গ্রামের ওয়াহেদুজ্জামানের দায়ের করা ওই মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও সাজানো নাটক বলে দাবী করেছেন চেঙ্গানিয়া গ্রামের বিক্ষোভকারী নিরীহ কৃষকরা। বিক্ষোভকারীরা আরও জানান, ইসলামপুরের চেঙ্গানিয়া গ্রামের নিরিহ কৃষকদেরকে তাদের পৈতৃক ভিটমাটি থেকে উচ্ছেদ করার জন্যই ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ইসলামপুরের চেঙ্গানিয়া গ্রামের নিরীহ কৃষক হেকমত প্রামানিক জানান, কাঠমা গ্রামের মো: ওয়াহেদুজ্জামানের দায়ের করা মিথ্যা মামলাটি পূণরায় তদন্ত করা জরুরী। তিনি আরো বলেন, অবিলম্বে মামলাটির সঠিকতা যাচাই করে উক্ত মিথ্যা মামলাটি প্রত্যাহার করা হউক। এব্যাপারে এলাকাবাসী গত ৪ এপ্রিল/২৫ তারিখ দুপুরে নিজ এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করায় স্থানীয় সচেতন সুধী মহলের অনেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com