বর্তমান গরমে এসি আধুনিক জীবনযাত্রার অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অফিস, বাড়ি সব জায়গায় এসি। এসি থেকে বিভিন্ন সময় দুর্ঘটনার খবর জানা যায়। তবে এসি নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণে এই সমস্যা এড়াতে পারেন।
তবে এসি দুর্ঘটনা এড়াতে এসি ঘরের সঠিক স্থানে রাখুন। এসি নিরাপদভাবে স্থাপন করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল স্থানে এসি বসানোর ফলে যেমন বিদ্যুৎ বিপদ, পানি চুইয়ে পড়া, শরীরের ওপর ক্ষতিকর প্রভাব এমনকি অগ্নিকা-ের মতো দুর্ঘটনা ঘটতে পারে। তাই এসি ইনস্টল করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি।
১. ঘরের উচ্চতায় এবং দেয়ালে ইনস্টল করা উচিত
এসি বসানোর সেরা জায়গা হলো মেঝে থেকে ৭-৮ ফুট উচ্চতায়, ঘরের দেয়ালে। এই উচ্চতা থেকে ঠান্ডা বাতাস পুরো ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে। খুব নিচে বসালে ঠান্ডা বাতাস সরাসরি মানুষের শরীরের ওপর পড়ে, যা সর্দি-কাশি, হাড়ের ব্যথা বা জ্বরের কারণ হতে পারে।
২. শোবার জায়গা থেকে দূরত্ব বজায় রাখা জরুরি
বিছানার একেবারে উপরে বা মাথার কাছাকাছি এসি বসালে ঠান্ডা বাতাস সরাসরি মাথা ও শরীরে পড়ে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এমনভাবে স্থাপন করতে হবে যাতে ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে, কিন্তু সরাসরি মানুষের ওপর না পড়ে।
৩. প্রকৃত বাতাস চলাচলের সুবিধা রাখতে হবে
এসির সামনের দিকে যেন কোনো বড় আসবাবপত্র না থাকে, তা নিশ্চিত করতে হবে। এতে বাতাসের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয় এবং এসি অতিরিক্ত গরম হয়ে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে।
৪. বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা নিশ্চিত করা
এসির জন্য আলাদা সার্কিট ও ভালো মানের সার্কিট ব্রেকার থাকা জরুরি। কোন অবস্থাতেই টানটান বা পুরনো তার ব্যবহার করা যাবে না। ওয়্যারিং এমনভাবে করতে হবে যাতে পানির সংস্পর্শে না আসে এবং সহজে আগুন লাগার ঝুঁকি না থাকে।
৫. পানি নিঃসরণ ব্যবস্থার দিকে লক্ষ্য রাখা
এসি চালু হলে কিছুটা পানি উৎপন্ন হয়, যা ড্রেন পাইপ দিয়ে বাইরে যেতে হয়। যদি এই পাইপ উপযুক্তভাবে স্থাপন না করা হয়, তবে পানি ঘরের ভিতর পড়তে পারে। ফলে ঘরের ভেতর স্লিপিং ঝুঁকি, দেয়ালে ফাঙ্গাস বা শর্টসার্কিটের ভয় থাকে।
৬. রান্নাঘর বা ধুলাবালির পাশে বসানো ঠিক না
রান্নাঘরের গরম, ধোঁয়া বা ধুলাবালি এসির ফিল্টারে আটকে যায়, ফলে কার্যকারিতা কমে যায় এবং ফিল্টার নষ্ট হয়ে দুর্ঘটনার কারণ হতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া