ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন স্মৃতিচারণ ও আগামীর বাংলাদেশ গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা।
প্রধান অতিথি বলেন, আমাদের ভারতের মতো কোনো মামা বাড়ি নেই। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এর প্রতি আমাদের ভালবাসা আছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের দায়বদ্ধতা আছে।
এছাড়াও অন্যান্যের মধ্যে নেতারা দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার ভিত্তিক একটি দেশ গড়ার আহ্বান জানান এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওঃ সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারী হাঃ মাওঃ সৈয়দ সাজ্জাদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ এর মহাসচিব, শেখ মুহাম্মদ মাসউদ, ঢাকা মিরপুর সংস্কৃতি কেন্দ্র, বাংলাদেশ কালচারাল একাডেমি ঢাকা’র সভাপতি মোঃ ইয়াকুব বিশ্বাস, ফরিদপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আমীর মাওঃ মোঃ শহিদুল ইসলাম, ফরিদপুর জেলা শূরা সদস্য হাঃ মাওঃ বিলাল হোসাইন, বোয়ালমারী উপজেলা সেক্রেটারী মোঃ কামাল উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বোয়ালমারী পৌরসভার সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, পৌর নায়েবে আমীর অধ্যাপক আবুল কাশেম মাহমুদ, আবু নাছির মোল্যাসহ পৌর ও উপজেলার নেতাকর্মীরা এবং প্রবাসীরা এসময় উপস্থিত ছিলেন।