শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি-জামায়াতসহ সকলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা আব্বাস কুয়েট: চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে মানবে না শিক্ষক সমিতি চিফ প্রসিকিউটর সরকার দ্বিতীয় ট্র্যাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধা নটেকসই প্রত্যাবাসন: ড. ইউনূস কাশ্মীরে হামলা: ফের ভারত-পাকিস্তান সংঘাতের আশঙ্কা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে: তারেক রহমান শেষ মুহূর্তের গোলে মার্টিনেজের ভিলাকে হারালো ম্যানসিটি দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম শৈশবেই রোপণ হোক মার্জিত আচরণের বীজ

মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে: শিবির সভাপতি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম।
বিশে^র বিভিন্ন দেশের মুসলিমরা নিপীড়নের শিকার হচ্ছেন। মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে। ইসলামের ইতিহাসে যুগে যুগে মুমিনরা শহীদ হয়েছেন। আজ আমাদেরও শাহাদাতের তামান্না নিয়ে মজলুমদের সুরক্ষায় ঝাঁপিয়ে পড়তে হবে। হয় গাজী হয়ে ফিরব না হয় শহীদ হবো। গত ৭ এপ্রিল (সোমবার) শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম। বগুড়ার ধুনট থানার মানিক পোটল দাখিল মাদরাসা প্রাঙ্গণে সকাল ১০ ঘটিকায় এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও বগুড়া জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর জনাব আব্দুল বাছেদ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী মাও: দেলাওয়ার হোসাইন সাঈদীর কণ্ঠে কুরআন তেলাওয়াত ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি মো: আলমগীর হোসাইন-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চিকিৎসা প্রকল্প পরিচালক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. আনোয়ারুল ইসলাম, ছাত্রশিবিরের বগুড়া জেলা পশ্চিম সভাপতি জনাব সাইয়্যেদ কতুব শাব্বির, ছাত্রশিবিরের বগুড়া জেলা পূর্ব সভাপতি জনাব জুবায়ের আহম্মাদ নাহিদ, ছাত্রশিবিরের বগুড়া শহর সেক্রেটারী মো: হাবিবুল্লাহ, জামায়াতে ইসলামীর ধুনট উপজেলা আমীর জনাব আমিনুল ইসলাম, জামায়াতের শেরপুর উপজেলা আমীর ও বগুড়া-৫ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দবিবুর রহমান এবং বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান। আরও বক্তব্য প্রদান করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডাক্তার লিয়াকত হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামা রাইয়ান, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জনাব মহিউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক, সারিয়াকান্দি সোনাতলা-১ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন, সিরাজগঞ্জ জেলা জামায়াত আমীর জনাব মোহাম্মদ শাহিনুর আলম প্রমূখ। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করেন সম্মিলন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। কবিতা আবৃত্তি করেন বগুড়া অঞ্চলের বিশিষ্ট কবিবৃন্দ।-প্রেস রিলিজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com