চীনের বাণিজ্য মন্ত্রণালয় ‘দৃঢ়ভাবে প্রতিকারমূলক পাল্টা ব্যবস্থা গ্রহণের’ অঙ্গীকার করে বলেছে, ‘যদি মার্কিন পক্ষ ভুল পথে যেতে আগ্রহী হয় তবে চীন শেষ পর্যন্ত লড়াই করবে।’ চীনের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেয়ার পর চীন সরকার বলেছে, যুক্তরাষ্ট্র যদি বাণিজ্য যুদ্ধ আরো বাড়িয়ে তুলতে থাকে তবে তারা শেষ পর্যন্ত লড়াই করবে।
গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’ করার অভিযোগ এনে বলেছে, বেইজিং যদি তার নিজস্ব ৩৪ শতাংশ পারস্পরিক শুল্ক প্রত্যাহার না করে তবে মার্কিন প্রেসিডেন্টের অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ‘ভুলের ওপরে আরেকটি ভুল।’
মন্ত্রণালয় ‘দৃঢ়ভাবে প্রতিকারমূলক পাল্টা ব্যবস্থা গ্রহণের’ অঙ্গীকার করে বলেছে, ‘যদি মার্কিন পক্ষ ভুল পথে যেতে আগ্রহী হয় তবে চীন শেষ পর্যন্ত লড়াই করবে।’
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ‘চীন যদি তাদের দীর্ঘমেয়াদি বাণিজ্য অপব্যবহারের ওপর ৩৪ শতাংশ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত ৮ এপ্রিলের মধ্যে প্রত্যাহার না করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ৯ এপ্রিল থেকে চীনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে। এছাড়াও আমাদের সাথে চীনের বৈঠক সম্পর্কিত সব আলোচনা বাতিল করা হবে।’ গত বুধবার ট্রাম্প ১৮০টিরও বেশি দেশের ওপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। এ সময় চীনের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এর প্রেক্ষিতে চীন পরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সমস্ত আমদানির উপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে, যা ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে দেখা হয়। সূত্র : দ্য গার্ডিয়ান