রায়গঞ্জের নিমগাছীতে ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় নিমগাছী তৌহিদি জনতার ব্যানারে বিক্ষুব্ধ জনতা এ সমাবেশ করেন। এ সময় নিমগাছীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও নিমগাছী এলাকার তৌহিদি জনতা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি নিমগাছী বাজার প্রদক্ষিন করে নিমগাছী ভূমি অফিস চত্বরে সমাবেত হয়।বিক্ষুব্ধ জনতা স্লোগানে বলেন, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো, তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইলের পন্য বয়কট করো। উক্ত সমাবেশ বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল আল মামুন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল আল আলামীন, মাওলানা রেজাউল করিম, মাওলানা হাফিজুর রহমান ও মোঃ এরশাদ হোসেন। বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী-পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ ইসরায়েলের সকল পন্য বয়কট করার জন্য আহ্বান জানান।