শিক্ষার পাশাপাশি সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে লক্ষীছড়ি সেনা জোন কর্তৃক পরিচালিত ফটিকছড়ির সীমান্তবর্তী বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। তিনি শিক্ষার্থীদের উদ্যোশে বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করা হবে এবং আবাসিক হোস্টেল স্থাপনের কার্যক্রম শুরু হবে যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে থেকে আরও মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে। বিদ্যালয়ের সহ-সভাপতি রশিদ উদ্দিন চৌধুরী কাতেবের সভাপতিত্ত্বে ও সৈয়দা রায়হাতুন নুর নিপার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হুদা নিবিড়। এতে বক্তব্য রাখেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, লক্ষীছড়ি জোনের সেকেন্ড ইন কমান্ড মেজর মাহীর মাহাবুব ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ, ক্যাপ্টেন আসিফ মোস্তফা জীম (এ্যাডজুটেন্ট), ক্যাপ্টেন মুস্তফা সরওয়ার, ওয়ারেন্ট অফিসার মোঃ জিয়ারত (ক্যাম্প কমান্ডার) ও ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রাজা। এসময় বক্তারা, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়নে সেনা জোনের অবদানের প্রশংসা করেন। উল্লেখ্য যে, গুইমারা রিজিয়নস্থ লক্ষীছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে পরিচালিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও মানসম্পন্ন শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।