বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জলকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সুপ্রীম কোর্ট ইউনিটিতে সদস্য নির্বাচিত করা হয়েছে। তাকে সদস্য করায় তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। ব্যারিস্টার উজ্জল লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ডা. শহিদুল ইসলামের মেজো ছেলে। তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় হতে এলএলবিতে অনার্স মাস্টার্স সম্পর্ণ করে লন্ডন থেকে ব্যারিস্টারী পাশ করেন। পরে বাংলাদেশ সুপ্রীমকোর্টে দীর্ঘ দিন থেকে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন বলে তার ঘনিষ্ট জনরা জানিয়েছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।