নড়াইলের কালিয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। বৃস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়া, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা। কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ১হাজার ৮শত জনকে আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি কেজি ১০ এবং ৮শত জন প্রান্তিক কৃষককে পাট বীজ ১ কেজি ও এমওপি ৫ কেজি, ডিএপি ৫ কেজি করে উপকরণ বিতরণ করা হয়।