পটুয়াখালী জেলার বৃহত্তর গলাচিপা উপজেলায় সারা দেশের ন্যায় এসএসসি, দাখিল ও কারিগরি সমমানের পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এবং কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ১১ (এগারো) টি পরীক্ষা কেন্দ্রে প্রশাসন ও পুলিশ, কেন্দ্র সচিব সহ পরীক্ষা নিয়ন্ত্রণ কাজে শিক্ষকবৃন্দ পরীক্ষার হলগুলোতে শিক্ষার্থীদের শৃঙ্খলার সাথে আসন বিন্যাস করে। এছাড়া এসএসসি ও সকল সমমানের পরীক্ষার্থীরা শুধুমাত্র এডমিট কার্ড, কলম ছাড়া অন্য কোন কিছু নিয়ে হলে প্রবেশ করতে পারে নি। পরীক্ষা কেন্দ্রের আশে পাশের পরিবেশ এবং নিরাপত্তা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করে। পরীক্ষা নিয়ন্ত্রণের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাছিম রেজা সহ সরকারি কর্মকর্তা নিয়ন্ত্রণ করে এবং পরীক্ষার পরিবেশ ভালো ছিল।