মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
উদ্ধার অভিযানে গোপন আস্তানার সন্ধান, ইউনিফর্ম ও প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার বিশ্বাস ও জাতীয় পরিচয় তুলে ধরার নন্দিত মাধ্যম সাংস্কৃতিক কার্যক্রম: ড. আ জ ম ওবায়েদুল্লাহ ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’ নারী সংস্কার কমিশন বাতিলসহ ৫ দাবিতে মহাসমাবেশের ডাক হেফাজতের ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণা করায় আ’লীগের জন্য যে দুঃসংবাদ দিলেন পিনাকী শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন:চিফ প্রসিকিউটর সুগন্ধীর উৎস আগর গাছ চাষ করে সফল বন বিভাগ আ.লীগ জনগণকে বিভ্রান্ত করতে আলাউদ্দিন জিহাদির মিথ্যা বক্তব্য ছড়াচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং

ত্বকের যত্নে মধু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বাজারে আজকাল অসংখ্য দামি স্কিনকেয়ার পণ্য পাওয়া যায়, যেগুলো ত্বক বদলে দেবার দাবি করে। কিন্তু অনেক সময় আপনার রান্নাঘরের সাধারণ উপাদানই হতে পারে ত্বকের সমস্যার সবচেয়ে ভালো সমাধান। ত্বকের যত্নে এমনই একটি উপাদানের জাদুকরী ক্ষমতা জানাবো আজ – মধু। আপনার টেস্টবাডের মতো আপনার ত্বকেরও খুব পছন্দের একটি উপকরণ এটি।
মধু একটি প্রাকৃতিক ও শক্তিশালী স্কিনকেয়ার উপাদান। এই সাশ্রয়ী উপাদানটি ত্বকের জ্বালাপোড়া কমাতে, আর্দ্রতা রক্ষা করতে এবং আরও অনেক কাজে দারুণ কার্যকর। জেনে নিন মধুর ত্বক উপকারিতা ও ব্যবহারের নিয়ম।
১. ত্বকের জ্বালাপোড়া কমায়
আবহাওয়া বা অন্য কোনো কারণে ত্বকে জ্বালাপোড়া হলে মধু তা কমাতে সাহায্য করে। মধুতে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল রয়েছে, যা ত্বকের নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
ত্বকের যত্নে মধু
২. ব্রণ দূর করতে সাহায্য করে
ব্রণ বা ত্বকের অন্যান্য সমস্যায় ভুগছেন? মধু হতে পারে আপনার রক্ষাকর্তা। মধুর প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এটিকে ব্রণ চিকিৎসায় কার্যকর করে তোলে। এটি ত্বককে উজ্জ্বল করে। তবে মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ পেতে চাইলে অবশ্যই কাঁচা মধু ব্যবহার করুন।
৩. সানবার্ন এবং উইন্ডবার্ন সারায়
সানবার্ন বা উইন্ডবার্ন দুটোই খুব কষ্টকর হতে পারে। তবে দুধ ও মধুর কম্প্রেস দিয়ে এটি সহজেই সারানো যায়। ফ্লোরিডার ডার্মাটোলজিস্ট ডা. মারিয়ানা ব্লিউমিন-কারাসিক বলেন, মধু অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং হিউমেকট্যান্ট, তাই এটি ত্বকের জ্বালাপোড়া কমায় এবং আর্দ্রতা বজায় রাখে। আর দুধের প্রোটিন ত্বকের বেয়ারার মেরামত করে।

উইন্ডবার্ন সারাতে ১/৪ কাপ দুধ ও ১ টেবিল চামচ মধু মাইক্রোওয়েভে হালকা গরম করে একটি কাপড় ভিজিয়ে আক্রান্ত স্থানে ৫ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন।
সানবার্ন সারাতে ২ টেবিল চামচ গরম দুধ ও ১ চা চামচ মধু মিশিয়ে আইস কিউব ট্রেতে জমিয়ে ফ্রিজে রাখুন। জমে গেলে সানবার্নে ৫ মিনিট মালিশ করুন।
ত্বকের যত্নে মধু
৪. ত্বকের আর্দ্রতা ধরে রাখে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক শুষ্ক ও পাতলা হয়ে যায়, ফলে আর্দ্রতা বা হাইড্রেশন ফিরে পেতে সমস্যা হয়। লস অ্যাঞ্জেলেসের বিউটি এক্সপার্ট এরিকা মারি গাট বলেন, মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখে। এছাড়া এতে এনজাইম ও আলফা হাইড্রক্সি অ্যাসিড রয়েছে, যা মৃত ত্বক কোষ দূর করে।
ত্বকের যত্নে মধু
৬. ফাটা ঠোঁটের চিকিৎসা
নিউ ইয়র্কের ডার্মাটোলজিস্ট ডা. জোশুয়া জেইচনার বলেন, মধু ও চিনি দিয়ে লিপ স্ক্রাব বানালে ঠোঁট নরম হয়। মধু অ্যান্টিমাইক্রোবিয়াল, আর চিনি এক্সফোলিয়েট করে।
৭. মধু ফাটা গোড়ালি সারায়
এক চতুর্থাংশ কাপ অলিভ অয়েল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে গরম করুন। গোড়ালিতে লাগিয়ে ১০ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন।
এত গুণাগুণ থাকলেও মধু সবার জন্য নয়। যাদের মধু বা পরাগরেণুতে অ্যালার্জি আছে, তাদের মধু এড়িয়ে যাওয়া উচিত। এটি ত্বকের পোর বন্ধ করতে পারে, তাই তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রেও সতর্ক থাকুন। একজিমা বা রোসেসিয়ায় আক্রান্তরা মধু ব্যবহারের আগে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নিন। সুস্থ থাকুন, আনন্দে থাকুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com