নোয়াখালীর কবিরহাট পৌরসভার আওতাধীন খাল গুলো আগামী বর্ষার পানি নিষ্কাশনের জন্য পৌরসভার আওতাধীন খাল গুলো পরিষ্কার ও সংস্কারের কাজের উদ্বোধন করেন কবিরহাট পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক কবিরহাট উপজেলার সরহকারি কমিশনার (ভুমি) নিগার সুলতানা ১৩ই এপ্রিল কবিরহাট টু নতুন সাজিরহাট খালটির পরিষ্কার ও সংস্কারের কাজের উদ্বোধন করেন কবিরহাট পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক নিগার সুলতানার উপস্থিতিতে পৌরসভার অর্থায়নে পৌরসভা ভবনের সামনের খালটি সংস্কারের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভা প্রশাসক বলেন আপনারা যারা এ পৌরসবাই বসবাস করেন তারা যদি আমাকে কাজে সহযোগিতা করেন আমি পৌরসভার আওতাধীন যে খাল গুলি আছে আগামী বর্ষা মৌসুম আসার আগে সব কটা খাল সংস্কার করার চেষ্টা করবো খাল গুলি সংস্কার করতে অনেক জায়গায় কিছু লোক ফ্রেশি শক্তি ব্যবহার করে এ সমস্ত কাজে বাধাবিঘœ ঘটায় তাই আপনারা এই পৌরসভার রাজনৈতিক ব্যক্তিবর্গ এ কাজটিতে আমাকে সহযোগিতা করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পৌরসভা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন গত বর্ষায় নোয়াখালী খালের বিভিন্ন জায়গায় বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত কিছু সংখ্যক দখলবাজ লোক বাঁধ তৈরি করে মাছের প্রজেক্ট করে, এতে গত বর্ষা মৌসুমে বর্ষার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমরা পৌরসভা বাসি তথা নোয়াখালীর বেশিরভাগ অঞ্চল পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করতে হয় এ বন্যা থেকে মুক্তির লক্ষ্যে পৌরসভা প্রশাসক নিগার সুলতানা যে উদ্যোগ নিয়েছেন আমরা পৌরসভা বাসী আপনার কে ধন্যবাদ জানাই এবং পৌরসভার আওতাধীন খালের সংস্কারের কাজে কোথাও কোন ফ্যাসিজ শক্তির বাঁধা আসলে আমরা পৌরসভা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো,উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন পৌরসভা জামায়াতের জয়েন সেক্রেটারি মেজবাহ উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের আহবায়ক মোহাম্মদ হানিফ কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন সহ ছাত্রদল যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।