সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের বন্দিহার গ্রামে বাসন্তী পূর্ণিমা উপলক্ষে হিন্দুসম্প্রদায়ের ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও হাজার ভক্তের সমাগমে এই ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল কুমার মাহাতো ও সাধারন সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষী চন্দ্র মাহাতো। বিগত ২৫ বছর ধরে রায়গঞ্জের বন্দিহার গ্রামবাসী এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন।হাজার হাজার ভক্তের সমাগমে উক্ত অনুষ্ঠানে সারাদিন ব্যাপী ধর্মীয় আলোচনা ও কীর্তন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্পনা রায় দাস, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি ও সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, সুভাষ চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন রাহিদ মান্নান লেলিন,সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি, আমিনুল বারী তালুকদার উপদেষ্টা মন্ডলীর সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি, আব্দুল কুদ্দুস মন্ডল সাবেক সাংগঠনিক সম্পাদক রায়গঞ্জ উপজেলা বিএনপি, সহ সোনাখাড়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল জাব্বার মিঞা, আসাদ সরকার, রঞ্জিত কুমার মাহাতো সহ সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।