শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় ভুট্টা ঘরে তুলতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন হাজারো কৃষক ইসরাইল পুড়ছে ভয়াবহ দাবানলে ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, বন্ধ ওয়াগা সীমান্ত প্রতিষ্ঠার পর থেকে সংস্কার করে আসছে বিএনপি: তারেক রহমান ভারতজুড়ে তীব্র সমালোচনা পোপের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার ডিএসসিসির ওয়ার্ড সচিব খাগড়াছড়িতে অপহৃত চবির ৫ শিক্ষার্থী মুক্তি পেয়েছে কাতার বিশ্ববিদ্যালয়ে বক্তব্যে শিক্ষার্থীদের ‘তিন-শূন্য মানুষ’ হিসেবে প্রস্তুত করার পরামর্শ প্রধান উপদেষ্টার

অবশেষে বিটি মাটেই হচ্ছে কেরাণীগঞ্জে সর্ববৃহৎ বৈশাখী মেলা

শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নানান জল্পনা কল্পনা এড়িয়ে ষড়যন্ত্রকারীদের কঠিন জবাব দিয়ে অবশেষে কেরাণীগঞ্জের বিডি মাঠেই হচ্ছে কেরাণীগঞ্জের সর্ববৃহৎ বৈশাখী মেলা। যুগ যুগ ধরে এই মাঠে বাঙালি সংস্কৃতির বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এই মাঠে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী বৈশাখী মেলা আয়োজন খেকে বিরত ছিলো। ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর, মুক্ত বাতাসে মুক্ত কন্ঠে পাখির মত ডানা মেলে ছুটে চলবে ছোট ছোট সোনামোনিরা, দলে দলে গ্রামীণ সাজে লোকজনের ঢল নামবে বিটি মাঠে বিনেদোন পেতে, এমন ভাবনা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বাবু গয়স্বের চন্দ্র রায়ের। তার মতে প্রাচীন কাল থেকেই এই মাঠে প্রতিবছর পহেলা বৈশাখে ঘুড়ি উৎসব, বৈশাখী মেলাসহ প্রামীণ সাংস্কৃতিক উৎসব পালন করা হতো। কালের বিবর্তনে পরিকল্পিতভাবে সেগুলো বন্ধ করে রাখা হয়েছিল। ৫ আগস্টের পর দেশ এখন মুক্ত। জনগণ এখন স্বাধীন। এদিকে মাঠটিকে কেন্দ্র করে কিছু আওয়ামী দোসর দালল সাংবাদিক ও দুষ্ট প্রকৃতির লোক বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে ভিন্ন দিকে ডাইভার্ট করতে ছিল। পরিশেষে গয়শ্বের চন্দ্র রায়ের কঠিন সিদ্ধান্তে ধামাচাপায় পড়ে সকল ষড়যন্ত্র। তিনি মাঠ পরিদর্শনে এসে বলেন কাফনের কাপড় পরার প্রয়োজন হলেও বিটি মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবেই। তার এমন বক্তব্যে দুমড়ে মুচড়ে যায় সকল ষড়যন্ত্রিকারীদের নীল নকশা। গতকাল রবিবার তিনি ঢাকা ডিসি অফিস কর্তৃক মেলা অনুমোদনের একটি চিঠি পান। এতে করে এলাকা স্বস্তি এবং জনগণের মধ্যে আনন্দ বিরাজ করছে। সরজমিনে গিয়ে দেখা যায়, মাঠের বাহিরে অংশে রঙবেরঙের কাপড় দিয়ে তৈরি হচ্ছে অস্থায়ী স্টল। প্রধান ফটকে ডেকোরেশন করে হচ্ছে বিশাল বৈশাখী গেট। মাঠে অবস্থানরত ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিন শাখা বিএনপির সভাপতি এডভোকেট রিপন রায় চৌধুরী বলেন, বাংলার সাংস্কৃতি পহেলা বৈশাখ ধরে রাখতে দাদার এক বিশেষ আয়োজন। কিছ অসাধু আওয়ামী লীগের দালাল সাংবাদিক ও একটি কুচক্রী মহল বাংলার সাংস্কৃতিককে অস্বীকার করে চক্রান্তে মেতেছিল। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে, অবশেষে বিটির মাঠে বৈশাখীর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার কষক দলের সভাপতি হাজী মোহাম্মদ শাহীন বলেন প্রাচীনকাল থেকে এই বিটি মাঠে ঘুড়ি উৎসবসহ বৈশাখী মেলা অনুষ্ঠিত হত। ফ্যাসিস্ট হাসিনার আমলে এতদিন এই মেলা বন্ধ ছিল। এটা একটা জাতীয় উৎসব দলবল নির্বিশেষে আমরা এটা পালন করে থাকি, এটা আমদের প্রাণের উৎসব মনে করি। তেঘরিয়া ইউনিয়নের বিএনপির আহবায়ক খোরশেদ আলম জমিদার বলেন, অতিতে আমরা দেখে এসেছি এই মাঠে বৈশাখী মেলা বসতো। হাজার হাজার মানুষ অপেক্ষা করতো প্রানের উৎসব বৈশাখের মেলার জন্য। এই মেলাকে কেন্দ্র করে ঘরে ঘরে তৈরী হত নানান ধরনের মিষ্টান্য। গৃহবধুরা ব্যাস্ত থাকতো কুটির শিল্পে। বাংলার সাংস্কৃতির একটি প্রতিছবি বৈশাখী মেলা। মেলার মাঠে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ, ঈশাখা, আসাদখান, হাজী শহিদুল, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার যুবদল নেতা মাহবুব আলম স্বাধীন, আতিকুর রহমান মানিক, মুজাহিদুল ইসলাম মামুন, শাহাদাদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ সোহেল রানা, এডভোকেট শাহিন, রাশিদা বেগম, নারগীস আক্তারসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com