বাংলাদেশ কালচার একাডেমি মিরপুর অঞ্চলের(১,২,৩ ও ৪ নং জোন) দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত । বিসিএ মিরপুর অঞ্চলের (১,২,৩ ও ৪ নং জোন) উদ্যোগে মিরপুর ফাইজা মিডিয়া ওয়ার্ল্ডে জরুরি ইউনিট এবং জোন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। ৪ নং জোন সভাপতি ইয়াকুব বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিসিএর সেক্রেটারি জনাব ইবরাহিম বাহারি , বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিসিএর সহ-সেক্রেটারী হাসনাত আব্দুল কাদের,ও বিসিএর অর্থ সম্পাদক সুলতান মাহমুদ, আরো উপস্থিত ছিলেন ১ নং জোন সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও ৩ নং জোন সভাপতি হাবিবুল্লাহ সিকদার। শিল্পী সাহিত্যিকদের মিলন মেলায় মুখরিত ছিল সমাবেশ। প্রধান অতিথি জনাব ইবরাহিম বাহারি তার বক্তব্যে বলেন আজ দেশের সর্বস্তরের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছে। তাই মহানগরী ঘোষিত এ দাওয়াতী পক্ষকে কাজে লাগিয়ে সর্বস্তরের মানুষকে দাওয়াত দানের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শের ছায়াতলে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে মিরপুর অঞ্চলের সর্বস্তরের দায়িত্বশীল ভাইদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সকাল বিকাল দাওয়াতী গ্রুপ করে পেশাজীবির মানুষের পাশাপাশি সাধারণ মানুষকে সংগঠনের অন্তর্ভুক্ত করতে হবে। উল্লেখ্য মিরপুর অঞ্চলের প্রায় ৪০ জন দায়িত্বশীল ভাই এ সমাবেশে উপস্থিত ছিলেন।-প্রেস রিলিজ