সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’ নারী সংস্কার কমিশন বাতিলসহ ৫ দাবিতে মহাসমাবেশের ডাক হেফাজতের ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণা করায় আ’লীগের জন্য যে দুঃসংবাদ দিলেন পিনাকী শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন:চিফ প্রসিকিউটর সুগন্ধীর উৎস আগর গাছ চাষ করে সফল বন বিভাগ আ.লীগ জনগণকে বিভ্রান্ত করতে আলাউদ্দিন জিহাদির মিথ্যা বক্তব্য ছড়াচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং বিদেশি ঋণ নিতে হলে পরামর্শকের বোঝা বইতেই হবে: পরিকল্পনা উপদেষ্টা শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

মিরসরাইয়ে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পেঁয়াজ আবাদ

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথমবারের মত বানিজ্যিকভাবে পেঁয়াজ চাষ করে সফল হয়েছেন বিমল চন্দ্র দাশ-সেবিকা রানী দাশ দম্পতি। আগামীতে চাষের পরিধি আরো বাড়াবেন তারা। এই কৃষক দম্পতির হাত ধরেই এতদ অঞ্চলে পেঁয়াজ চাষের নতুন দ্বার উন্মোচন হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা কৃষি অফিসের পরামর্শে ও সহযোগিতায় ইছাখালী ইউনিয়নের চরচশরত এলাকায় ১৫০ শতক জমিতে প্রথমবারের পেঁয়াজ চাষে আশা বুনছেন কৃষক দম্পতি বিমল সেবিকা রাণী দাশ। স্বামী একসময় বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বাগানে কাজ করেছেন শ্রমিক হিসেবে। দেশে ফিরে নিজের বাবার রেখে যাওয়া জমি ও কিছু জমি বর্গা নিয়ে করেন পুরোদমে করেন কৃষি কাজ। তার কাজের অন্যতম সহযোগী স্ত্রী সেবিকা রাণী দাশ। পেঁয়াজের ওজন ১০০ থেকে ১২০ গ্রাম। কৃষক বিমল চন্দ্র দাশ জানায়, গত বছর অল্প জমিতে মাত্র ৭ হাজার টাকা পুঁজি দিয়ে পেঁয়াজ চাষ করে আয় করেন ৩০ হাজার টাকা। তাই এই বছর প্রথমবার বাণিজ্যিকভাবে ৪০ শতক জমিতে চাষ করেছেন পেঁয়াজ চাষে তার কাজে সহযোগিতা করেন তার স্ত্রী সেবিকা রাণী দাশ। শুধু পেঁয়াজ চাষে সীমাবদ্ধ না তারা। পুকুরে মাছ চাষ, পোল্ট্রি মুরগি পালন, রসুন, চাল, সরিষা, ডাল, মরিচ, আলু, মৌসুমি সবজি সবকিছুরই চাষ করেন তারা। কৃষাণী সেবিকা রানী দাশ বলেন, কৃষি আমাদের সবকিছু। স্বামী-স্ত্রী মিলে চাষাবাদ করছি। আমাদের বাজার থেকে কিছু ক্রয় করা প্রয়োজন না। সব জমিতে উৎপাদন হয়। আমরা বাজারে উৎপাদিত বিভিন্ন জিনিস বিক্রি করে থাকি। তিনি আরো বলেন, ইতোমধ্যে জমি থেকে পেঁয়াজ তোলা শুরু হয়েছে। বেশ ভালো ফলন হয়েছে। বাজারমূল্য ঠিক থাকলে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, এ উপজেলায় সাধারণত পেঁয়াজ খুব ভালো একটা হয় না। গত বছর মশলা উন্নতজাত সম্প্রসারণ প্রকল্পের আওতায় কিছু পেঁয়াজ বীজ দিয়েছিলাম। তারা সফল হয়েছে। এবছর কৃষক বিমল দাদা নিজ উদ্যোগে তাহিরপুরী পেঁয়াজ চাষ আবাদ করেছে। তারা মোটামুটি সফল পেঁয়াজ চাষী। তাদের দেখে উপজেলার অনেক কৃষক আগ্রহী হয়ে পেঁয়াজ চাষের দিকে মনোযোগী হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com