সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’ নারী সংস্কার কমিশন বাতিলসহ ৫ দাবিতে মহাসমাবেশের ডাক হেফাজতের ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণা করায় আ’লীগের জন্য যে দুঃসংবাদ দিলেন পিনাকী শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন:চিফ প্রসিকিউটর সুগন্ধীর উৎস আগর গাছ চাষ করে সফল বন বিভাগ আ.লীগ জনগণকে বিভ্রান্ত করতে আলাউদ্দিন জিহাদির মিথ্যা বক্তব্য ছড়াচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং বিদেশি ঋণ নিতে হলে পরামর্শকের বোঝা বইতেই হবে: পরিকল্পনা উপদেষ্টা শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

মাইলস্টোন কলেজে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

আবহমান সংস্কৃতির চিরায়ত আয়োজনে নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানালো রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ ও মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। আমাদের সর্বজনীন লোকজ উৎসব পহেলা বৈশাখ উদযাপন ও বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রাণবন্ত রূপ নেয় উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের সবুজ প্রাঙ্গণ। এ উপলক্ষে মাইলস্টোন কলেজের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলা বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পরিবেশিত নাচ, গান, আবৃত্তি, নাটিকা ও নানাবিধ দেশাত্ববোধক পরিবেশনা উপস্থিত সকলকে মনে করিয়ে দেয় আমাদের গৌরবময় লোকসংস্কৃতির কথা।
মাইলস্টোন কলেজ ও মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল’ ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলম খান (অব.) এবং প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার প্রমুখ।
মাইলস্টোন আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখ মাসের প্রথম দিনটি উদযাপন বাঙালির ঐতিহ্যগত সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায় যা আমাদের অস্তিত্বের সাথে বহুকাল থেকে মিশে আছে। অধ্যক্ষ বলেন, নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন কিছু স্বপ্ন। নিয়মিত জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা এই স্বপ্ন ও সম্ভাবনার সাথে একাত্মতা প্রকাশ করবে যা তাদের সামনের দিনগুলোকে করবে আরও সুন্দর এবং সাফল্যময়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com