বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাবুড়া বাজারের টমেটোর কদর দেশজুড়ে কিশোরগঞ্জে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও বর্ণাঢ্য র‌্যালি বিরামপুরে প্রাইভেটকার ও ফেন্সিডিলসহ আটক-৩ কমলগঞ্জে মেধা যাচাই পরীক্ষা ও বার্ষিক খেলাধুলার পুরস্কার বিতরণ বগুড়া সদরের গোকুল ছ’মিল বন্দরে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে দেশব্যাপী বিএনপির রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা হাট বসছে বিদ্যালয়ের মাঠে ব্যাহত শিক্ষার পরিবেশ ভবদহ জলাবদ্ধতা সমাধানে কল্যাণকর পথেই আমরা হাঁটবো-সৈয়দা রিজওয়ানা হাসান গাজীপুরে হুইল চেয়ার ও ঋণ বিতরণ কয়রায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সভা

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে শেয়ারবাজারে ঢালাও দরপতন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রভাবে দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন দেখা দিয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ভালো, মন্দ সব খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ফলে কমেছে সবকটি মূল্যসূচক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস শেয়ারবাজারে ঢালাও দরপতন হলো। এর আগে শিল্প গ্যাসের মূল্য বাড়ানো হচ্ছে এমন গুঞ্জনে রোববার (১৩ এপ্রিল) শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়। শেয়ারবাজারের লেনদেন শেষ হওয়ার পর শিল্প ও ক্যাপটিভের নতুন সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিএসইসি)। এরপর মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই দরপতনের তালিকায় নাম লেখায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। লেনদেনের শেষদিকে শেয়ারবাজারে দরপতনের মাত্রা বেড়ে যায়। ফলে এক প্রকার ঢালাও দরপতন হয় শেয়ারবাজারে। এতে সবকটি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ২৫৫টির। আর ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৯টির শেয়ার দাম বেড়েছে এবং ১৩২টির দাম কমেছে। আর ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ১১টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৬৭টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
এছাড়া বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে পচা ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৬টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। আর ৭টি মিউচ্যুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ২৪টির এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
সার্বিকভাবে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্টে নেমে গেছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এ পরিস্থিতি নিয়ে ডিএসইর একাধিক সদস্য বলেন, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে এই গুঞ্জন রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার আগেই ছড়িয়ে পড়ে। এতে রোববার শেয়ারবাজারে বড় দরপতন হয়। এরপর গুঞ্জন সত্য প্রমাণিত হয়, বিকেলে বিএসইসি’র ঘোষণার মধ্য দিয়ে। গ্যাসের দাম বাড়ানোর কারণে শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্কের কারণেই শেয়ারবাজারে দরপতন হচ্ছে। মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৪৬ কোটি ১২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪১৪ কোটি ৩১ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩১ কোটি ৮১ লাখ টাকা।
এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৭ লাখ টাকার। ৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বিচ হ্যাচারি, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, উত্তরা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল টিউবস, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং ইস্টার্ন ব্যাংক।
অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১১ প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৫টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৫ কোটি ২ লাখ টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com