শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে আটক ৪ জঙ্গিকে থানায় হস্তান্তর ও পৃথক ৩টি মামলা দায়ের

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের শেরখালি উকিলপাড়া থেকে আটক ৪ জেএমবিকে শনিবার দুপুরে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর ডিএডি আনোয়ারুল ইসলাম বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছে। বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা গুলি দায়ের করা হয়। এ মামলার আসামীরা হলেন র‌্যাবের হাতে আটক জেএমবির পাবনা-সিরাজগঞ্জের আঞ্চলিক কমান্ডার পাবনার সাঁথিয়া উপজেলার কিরণ ওরফে শামীম ওরফে হামীম(২২), নাঈমুল ইসলাম(২২), দিনাজপুরের আতিয়ার রহমান ওরফে কলম সৈনিক(৩৩) ও সাতক্ষীরার তালা উপজেলার আমিনুল ইসলাম শান্ত(২২)। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহীদ মাহমুদ খান জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকায় জেএমবির রাজশাহী বিভাগীয় সভা চলার সময় র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে বিভাগীয় আমির মাহমুদ ওরফে জুয়েল(২৪) সহ চার জঙ্গিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে শাহজাদপুর উপজেলার শেরখালি উকিলপাড়া এলাকার ওই আস্তানায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গীরা র‌্যাবকে লক্ষ করে ৫ রাউন্ড গুলি বর্ষণ করে। র‌্যাব তাদের আত্মসমর্পনের আহব্বান জানালে সকাল সাড়ে ১০ টার দিকে এ ৪ জঙ্গি আত্মসমর্পণ করে। জঙ্গিদের ওই আস্তানা থেকে ২টি বিদেশী পিস্তল, গুলি, গান পাউডার, বোমা তৈরীর ডেটোনেটর, লোহার স্প্রিন্টার, জিহাদী বই, পতাকা ও জঙ্গি প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। পরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়াটারে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ দিন দুপুরে তাদের শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শাহজাদপুর থানা পুলিশ এ দিন সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com