শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত

সাব্বির আহমেদ ইবি প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০

নানা আয়োজনে ৪২ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত। প্রতি বছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন হলেও এ বছর করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সীমিত আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উদযাপন উপলক্ষ্যে রবিবার উপাচার্য অধ্যাপক ড.শেখ আবদুস সালাম,উপ-উপাচার্য অধ্যাপক ড.মোঃ শাহিনুর রহমানের উপস্থিতিতে প্রশাসন ভবনের সামনে অনাড়ম্বর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলক শেষে প্রশাসন ভবন চত্ত্বরে বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন ঘোষণা করা হয়।পরবর্তীতে ৪২ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে চত্ত্বরে ৪২ টি বৃক্ষ রোপন করা হয় এবং প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে কেক কাটা হয়। দুপুরে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সন্ধ্যায় উপাচার্য ড.শেখ আবদুস সালামের সভাপতিত্বে এবং ড.মিঠুন মোস্তাফুজের সঞ্চালনায় ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.কাজী শহীদুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড.মোঃশাহিনুর রহমান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com