শনিবার, ০৪ মে ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

হিমালয় কাছে হওয়ায় জলঢাকায় জেঁকে বসতে শুরু করেছে শীত

জলঢাকা প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

হিমালয় কাছে হওয়ার কারনে উত্তরের সীমান্ত জেলা নীলফামারী জলঢাকা সহ জেলায় জেঁকে বসতে শুরু করেছে শীত। এখানে দিনের রোদে গরমের রেশ থাকলেও সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়তে থাকে। অক্টোবরের মাঝামাঝি সময়ে শীতের পদধ্বনি শুরু হয় এবং নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর দিকে শীতের তীব্রতা অনুভূত হয়। কিন্তু এবার নভেম্বরের শুরু থেকেই শীত অনুভূত হচ্ছে। তবে সকালের পর থেকে সর্বত্র তীব্র রোদ ছিল। শীতের প্রস্তুতি হিসেবে শুরু হয়েছে স্থানীয় লেপ-তোশক দোকানে. কারিগরদের ব্যস্ততা।স্থানীয় বাজারে মৌসুমি ব্যবসায়ীরা মজুদ করছেন শীতের পোশাক। এদিকে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যে শীত মোকাবিলায় কোনো প্রস্তুতি দেখা যায়নি এবং অনেকে খর কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।এদিকে সন্ধ্যার পর হাট বাজার গুলো ফাকা হতে শুরু করে। শীতের আগমনে ফুটপাতে বসা মৌসুমি ব্যাবসায়ীরা শীতের কাপড় বসিয়ে ব্যবসা শুরু করেছেন, দামও বেশী। তারপড়েও এ-ই সব দোকানে গড়ম কাপর কিনতে ভীর করেছেন সর্ব শ্রেনির মানুষ। বিশেষ করে কাপড় কিনছেন শিশুদের গড়মিল কাপড়, নেকবক্ত ডাউয়াবাড়ি ইউনিয়নের অটো বাইক চালক আলমগীর হোসেন বলেন, এবার শীত একটু আগেই চলে এসেছে। এ সময় আমাদের রোজগার কম হয়। তাই দুশ্চিন্তায় আছি শীত কি ভাবে নিবারন করব।ইউনিয়নের আর এক বাসিন্দা রহিদুল জানান আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই এখন শীত আইছে শীতের কাপড় পামু কই, সেই দুশ্চিন্তায় আছি। এই ইউনিয়নের বাধের পাড়ের বাসিন্দারা জানান, যারা গড়ম কাপড় দেয় তারা সহ কেউ বাধের পাড়ের মানুষের দিকে তাকায় না আমাগো দেখে না। আমরা কিছুই পাইনা।তাই খালি কয় দিমু কবে যে দিবে সেই কথা কয় না। চেয়ারম্যান, মেম্বাররাও কয় আমরা পাই নাই দিবো কেমনে।আগে আসুক তারপরে। বাধের পাড়ের বাসিন্দা লিপি বলেন আমরা সবাই কিছু থেকে বঞ্চিত হই।ভোট এলে তারা কয় ওমুক তমুক করবো কিন্তু ভোট গেলে খবর নাই, আমাগোর দিকে দেখে না ও চেনে না এখন আবার ভোট ও শীত আইছে তারা আবার আইবো দেখি কি করে। শীতে আমরা কষ্টে আছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com