শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন

যৌক্তিক কারণেই ইবতেদায়ি শিক্ষকদের দাবি মেনে নিন : মোস্তফা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবির প্রতি পূর্ণ সমর্থন দিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘মানবিক ও যৌক্তিক কারণেই শিক্ষকদের সকল দাবি মেনে নেয়া উচিত সরকারের।’ গতকাল বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি আয়োজিত দেশের সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ সাত দফা দাবিতে অবস্থান ধর্মঘটে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির পক্ষ থেকে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘তিন যুগ ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা কেউ বিনা বেতনে আবার কেউ সামান্য বেতনে শিক্ষাসেবা অব্যাহত রেখেছেন। বারবার সরকার পরিবর্তন হয়েছে কিন্তু অসহায় শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আজ শিক্ষকরা রাজপথে নেমে এসেছেন। শীতের রাত উপেক্ষা করে টানা কয়েকদিন যাবৎ প্রেসক্লাব চত্বরে হাজার হাজার সুবিধাবঞ্চিত শিক্ষক তাদের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন। শিক্ষকদের এই যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে।’
প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ন্যাপ মহাসচিব বলেন, ‘শিক্ষকরা বাধ্য হয়েই রাজপথে নেমে এসেছেন। তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিক্ষকদের সম্মানের সঙ্গে ঘরে ফিরতে সাহায্য করুন।’
তিনি বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির আয়োজনে চলমান অবস্থান ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে বলেন, ‘শিক্ষকরা জাতির সম্পদ। তাদের স্নেহ-মমতায় শিক্ষার্থীরা আদর্শবান হিসেবে গড়ে উঠে। শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন না করলে জাতির উন্নয়ন সম্ভব নয়। অতএব শিক্ষকদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেয়া বুদ্ধিমানের কাজ হবে।’
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ কাজী ফয়েজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব কাজী মোখলেছুর রহমান, সহ-সভাপতি এ বি এম আব্দুল কুদ্দুস, মাষ্টার মো. শওকত আলী, আবু মুসা ভুইয়া, মুহা. বশির উল্লাহ আতাহারী, হাফেজ মাহমুদ, শামসুল আলমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com