করোনভাইরাসের প্রাদুভার্ব রোধে চুয়াডাঙ্গা জেলায় প্রবেশ ও বাইরে যাওয়া বন্ধ ঘোষণা করেছে জেলা প্রসাশক। জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে জরুরি ওষুধ, কৃষি পণ্য, চিকিৎসা সামগ্রী, জ্বালানী, কাঁচা সবজি ও সংবাদপত্র বহনের যানবাহন এসব নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলেও উল্লেখ করা হয়েছে প্রেস নোটে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে চুয়াডাঙ্গার চারটি প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে পপ্রতবন্ধকতা তৈরি করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, অন্য জেলার সাথে এ জেলার প্রবেশ পথগুলোতে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। কেউ জেলায় ঢুকতে বা বের হতে গেলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। সদুত্তোর পেলে অনুমতি দেয়া হচ্ছে। তবে জরুরি পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান এসব নিষেধাজ্ঞার বাইরে।
এমআইপি/প্রিন্স/খবরপত্র