বাগেরহাটের চিতলমারীতে করোনার বিস্তার রোধে পথচারিদের মাস্ক ও সাবান বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে বিনা প্রয়োজনে বাজার-ঘাটে ঘোরা-ফেরা করার বিষয়ে জনসাধরণকে নিরুৎসাহিত করা হয়। শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই প্লাটুণ সদস্য চিতলমারী সদর বাজারসহ বিভিন্ন বাজারে টহল দেয়।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা পথচারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে মাস্ক ও সাবান তুলে দেন। একই সাথে মাইকিং করে সকলকে ঘরে থাকার আহ্বান জানান।
এ ব্যাপারে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ ইয়াহিয়া ভূইয়া সাংবাদিকদের জানান, তারা মহামারি করোনা প্রতিরোধে প্রাথমিকভাবে জনসাধারণকে মাইকিংসহ নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন। এতে জনসাধারণ সচেতন না হয়ে অপ্রয়োজনে ঘোরা-ফেরা করলে সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনে কঠোর হতে বাধ্য হবেন।
এমআইপি/প্রিন্স/খবরপত্র