শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

বরিশালে করোনাভাইরাসের বিস্তার রোধে কঠোর হচ্ছে প্রশাসন

বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে গৃহীত প্রতিরোধমূলক কার্যক্রম ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বরিশাল নগরসহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দিনভর এসব অভিযানে ৬ ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তিকে ২০ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ ও সেনাবহিনীর সদস্যদের সহযোগীতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান ও শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন পরিচালিত অভিযানে সরকারি আদেশ অমান্য করায় নগরের বিভিন্ন এলাকায় ২টি দোকান ও ১১ ব্যক্তিকে ১৫ হাজার ৭ শত টাকা জরিমানা করেন। পাশাপাশি বেশ কয়েকটি মসজিদে গিয়ে নামাজে জন-সমাগম না করার জন্য এবং স্ব-স্ব বাড়িতে নামাজ আদায় করার জন্য নির্দেশনা দেওয়া হয় ও মসজিদের মাইকে তা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়।

অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষেধাজ্ঞা সত্তেও খেয়া পরাপার করায় একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল ও মনিরা খাতুন অভিযান চালিয়ে ৪ টি অপ্রয়োজনীয় দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া মানুষকে ঘরে রাখতে জেলা জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপড়তা ছিলো চোঁখে পড়ার মতো। বরিশাল নগরে সকাল থেকে মোটরসাইকেলসহ কোন অপ্রয়োজনীয় যানবাহন চলাচল করতে দেয়নি পুলিশ। নিষেধ অমান্য করে যারা সড়কে নেমেছিলো তাদের ও যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রো পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ রফিকুল ইসলাম।

এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত ২৪ ঘন্টায় বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ হাজার ৭১৮ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। যেখানে সর্বমোট ৩৬.৬৫ মেট্রিক টন চাল ও নগদ ২ লাখটাকা বিতরণ করা হয়। এর পাশাপাশি সিটি করপোরেশনের মেয়রের উদ্যোগে বরিশাল নগরীতে প্রায় দেড় হাজার ও সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের উদ্যোগে বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জেলার দরিদ্র ও কর্মহীন অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেয়ার অভিপ্রায় ব্যক্ত করে তিনি সকলকে ঘরে থাকার অনুরোধ করেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য করোনা পরিস্থিতিতে এখন পর্যন্ত এ জেলায় ৮ শত মেট্রিক টন চাল ও নগদ ৩৭ লাখ টাকা এবং শিশুখাদ্য বাবদ ৩ লাখ টাকা বর্দ্দা পাওয়া গেছে।। বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com