সরকারের কঠোর নির্দেশনার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পরেও মানুষ যখন ঘরে অবস্থান করছেন না তখন বাধ্য হয়েই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিজ নিজ এলাকা লক ডাউন করছেন ভূরুঙ্গামারীর বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা। নিজ এলাকার সুরক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রবেশ পথ বাঁশ বেঁধে বন্ধ করে দেয়া হয়েছে।
জানা গেছে, ওইসব এলাকার কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়নি এমনকি আশেপাশের এলাকায় করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন সড়ক ও নৌ-পথে ভূরুঙ্গামারীতে আসার কারণে করোনা সংক্রমণ ছড়িয়ে পরার ব্যাপক আশংকা বিরাজ করছে। তাই স্থানীয়রা নিজ পরিবার ও এলাকাবাসীকে সুরক্ষিত রাখতে বাঁশ বেঁধে লক ডাউন করে দিচ্ছেন নিজ নিজ এলাকা।
শুক্রবার উপজেলার সোনাহাট ইউনিয়নের কলেজ মোড়, আন্ধারীঝাড় ইউনিয়নের দাদা মোড়, তিলাই ইউনিয়নের ধামেরহাট, জামতলা, শালমারা, কাঁলাচান মোড়, ভূরুঙ্গামারী ইউনিয়নের মাষ্টার পাড়া (পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন), দেওয়ানের খামার ও ভূরুঙ্গামারী টু থানাঘাট সড়কে বাঁশ বেঁধে এবং গাছের গুঁড়ি ফেলে লক ডাউন করে ব্যানার ঝুলিয়ে দিয়েছে স্থানীয় জনতা। মূলত অপরিচিত ও ঢাকা ফেরত লোকজনের অবাধে চলাচল বন্ধ করাতে তারা লকডাউন করে রেখেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোথাও লকডাউন ঘোষনা করা হয়নি। করোনা ছড়িয়ে পরার আশংকায় স্থানীয়রা যদি মনে করেন যে লক ডাউনের প্রয়োজন আছে তবে তারা সেটা করলে করতে পারেন।
এমআইপি/প্রিন্স/খবরপত্র