শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন

পান্থপথে বক্স কালভার্ট পরিষ্কারে অভিযান শুরু ডিএসসিসির

শাহজাহান সাজু:
  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০২১

রাজধানীর পান্থপথে বক্স কালভার্ট পরিষ্কারে শনিবার (২ জানুয়ারি) সকাল থেকে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগরের জলাবদ্ধতা নিরসনে এ প্রোগ্রাম চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় পান্থপথের পান্থকুঞ্জ পার্ক অংশ থেকে এই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। তার আগে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনায় সরঞ্জামাদি নিয়ে পান্থকুঞ্জ পার্কের সামনে অবস্থান নেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন এই বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করবেন। গত বৃহস্পতিবার রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা থেকে ২৬টি খাল ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএসসিসিকে হস্তান্তর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই ২৬টি খালের মধ্যে ১১টি খাল ও বক্স কালভার্ট ডিএসসিসিতে পড়েছে। খাল হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নতুন বছরের প্রথম দিন শুক্রবার হওয়ায় তার পরদিন, শনিবার থেকেই আমরা প্রাথমিকভাবে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। জিরানী, মান্ডা ও শ্যামপুর খাল এবং পান্থপথ ও সেগুনবাগিচা বক্স কালভার্ট থেকে যেখানে দীর্ঘদিনের স্তূপকৃত বর্জ্য, যা শক্ত হয়ে গেছে, বর্জ্য অপসারণের বিশাল কর্মযজ্ঞ আমরা হাতে নিয়েছি। আগামী মার্চের মধ্যে এ তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com