উজিরপুর পৌরসভায় করোনা ভাইরাস উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা মূল্যের চাল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
কর্মসূচিকে ধন্যবাদ জানিয়েছেন উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী সহ সমাজের সর্বস্তরের জনসাধারণ। জানা যায় সপ্তাহের ৩দিন পৌরসভার বিভিন্ন স্থানে জন প্রতি ৫ কেজি করে চাল বিতরণ করা শুরু হয়।
খাদ্য কর্মকর্তা মশিউল আলম জানান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য অধিদপ্তরের অধিনে হতদরিদ্রদের মাঝে পৌরসভায় ২ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ১টন করে চাল দেওয়া হচ্ছে। দেখা যায় রবিবার ইচলাদী সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে দীর্ঘলাইনে দাড়িয়ে হতোদরিদ্ররা ৫কেজি করে চাল নিচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, ট্যাগ অফিসার আনসার ভিডিপি কর্মকর্তা প্রমুখ।
এমআইপি/প্রিন্স/খবরপত্র