বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে মুক্ত করা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা ও গ্রেপ্তরী পরোয়ানার প্রতিবাদ, দেশে ফিরিয়ে আনা এবং দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মহানগর বিএনপির উদ্যোগে গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে মহানগর বিএপির সিনিয়র সহ সভাপতি মীর হালিমুজ্জামান ননী এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার সকালে ভোটাধিকার পুনরুদ্ধারের দাবীতে গাজীপুর মহানগর বিএপির সিনিয়র সহ সভাপতি মীর হালিমুজ্জামান ননীর নের্তৃত্বে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মাহবুবুল হক গোলাপ, যুগ্মসাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ, কাউন্সিলর তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস ও সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সুরুজ আহমেদ, ভিপি শরাফত হোসেন, মোস্তাফা আনোয়ার, সাবেক কাউন্সিলর খায়রুল ইসলাম, নূর মোহাম্মদ, আব্দুল আউয়াল, আক্তার হোসেন, খান জাহিদুল ইসলাম, মো: হেমায়েত উদ্দিন হারুন, সাইদুল আলম জুয়েল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইমরান হোসেন আরিফ, ছাত্রদল নেতা রোহানুজ্জামান শুক্কুর, বেলায়েত হোসেন, জিএস সোহেল রানা ও সাব্বির আহমেদ প্রমূখ।
নের্তৃত্বে শহরের রাজবাড়ি সড়কে মিছিল শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করেন। এসময় কয়েকশ শতাধিক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের অধিন সুষ্ঠ নির্বাচন হতে পারেনা, ভোটের আগের রাত সীল মেরেছে। আন্দোলনের মাধ্যমে বিএনপি ভোটাধিকার পুনরুদ্ধারের ঘোষণা করেন। সভায় বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবী করেন।