বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে গজারিয়া উপজেলাবাসী। (বৃহস্পতিবার) বিকেলে গজারিয়া শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ মহসিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখি,জেলা পরিষদ সদস্য নাজমুল হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী, ঠেঙ্গারচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বোরহান উদ্দিন দেওয়ান,ভবের চর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,স্বেচ্ছাসেবকলীগ গজারিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম জয়,যুবলীগ নেতা আবুল বাশার, আজিজুল হক পার্থ প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।