রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

নগরকান্দায় বিএনপির প্রার্থী হলেন মুক্তিযোদ্ধার সন্তান সেলু মিয়া

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

আগামী ১৪ ফেব্রুয়ারী আসন্ন নগরকান্দা পৌরসভার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী মনোনীত হয়েছে মোঃ আলিমুজ্জামান সেলু  মিয়া। দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানাগেছে। আলিমুজ্জামান সেলু পৌরসভার মধ্যজগদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম ওমেদ আলী মাতুব্বরের পুত্র। সেলু মিয়া বর্তমানে ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি ও  নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। সদা হাস্যজ্জল পরউপকারী তরুন নেতা সেলু মিয়া দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এবং পৌরবাসি সন্তোষ প্রকাশ করেছেন। সেই সাথে দলীয় নীতি নির্ধারক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে ধন্যবাদ জানিয়েছেন। শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, তীর্ণমূল থেকে সুপারিশ পাঠানো ব্যক্তিকে হাই কমান্ড মনোনয়ন দিয়েছেন। আমরা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সকলেই একযোগে প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। আলিমুজ্জামান সেলুকে ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেবো ইনশাআল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com