বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

ইসলামের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করুন: জুনাইদ বাবুনগরীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করে সাধারণ জনগণের মাঝে ইসলামী মূল্যবোধ তৈরির মাধ্যমে ইসলামের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী। ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরে তাদের মনে ঈমানি চেতনা জাগ্রত করতে পারলে দেশে ফিরে আসবে সাহাবা যুগের সেই সোনালী দিন। স্বস্তি ফিরে আসবে জনমনে।
গত মঙ্গলবার হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা ও পৌর শাখার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেফাজতকে অরাজনৈতিক সংগঠন দাবি করে তিনি বলেন, সমস্ত মসজিদের মুসল্লিরা হেফাজতের সদস্য, সকল মসজিদের ইমাম, মাদরাসার ছাত্র-শিক্ষকগণ হেফাজতের সদস্য। সকল স্কুল-কলেজের ধর্মপ্রাণ মানুষ হেফাজতের সদস্য। নামাজ, রোজা, হজ-যাকাত হলো হেফাজতের কর্মসূচি। হেফাজত বাংলাদেশে নামাজ কায়েম করতে চায়। যারা ইসলামের শত্রু, মহানবী সা:- এর দুশমন তাদের ও নাস্তিক-মুর্তাদদের কবর রচনার জন্য হেফাজতে ইসলামের অভ্যুদয়। মনে রাখতে হবে হেফাজত সরকার বিরোধী সংগঠন নয় আবার সরকার দলীয় সংগঠনও নয়। আমাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষও নেই। হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ঈমান-আকিদাভিত্তিক আধ্যাত্মিক সংগঠন।
হেফাজতের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মাওলানা মোহাম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার মজলিসে এদারীর সদস্য যথাক্রমে আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহইয়া, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতী জসিম উদ্দিন, সম্মানিত উপদেষ্টা মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা শামসুদ্দোহা চৌধুরী, মুফতী মুহাম্মদ আলী কাসেমী, মাওলানা শোয়াইব জমিরী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, সহকারী মহাসচিব যথাক্রমে মাওলানা জাফর আহমদ, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, কেন্দ্রীয় সাংগঠনিক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস নদভী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা হাফেজ সায়েম উল্লাহ।
মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, আলহাজ্ব মো: ইলিয়াছ তালুকদার, মাওলানা কাজী নূরুল আলম, মাওলানা হাফেজ শেখ আহমদ, মাওলানা আবু তৈয়ব আব্দুল্লাহপুরী, মুফতি মুহাম্মদ তৈয়ব, মাওলানা নছিম, মাওলানা হাবিবুল্লাহ নদভী, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা ইয়াছিন, মুফতী শিহাব উদ্দিন, মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা আনোয়ার শাহ আজহারী, জনাব নূর মোহাম্মদ, মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া, মাওলানা হাফেজ আমিনুল হক, মাওলানা সোহাইল চৌধুরী, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা হাফেজ নজরুল ইসলাম, মাওলানা নিজাম সাইয়্যিদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com