শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

শাহজাদপুরে কোভিড-১৯ সম্মুখসারীর যোদ্ধা হিসাবে সাংবাদিকদের সম্মাননা স্মারক দিলো সপ্তবর্ণ মডেল স্কুল

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

কোভিড-১৯ (করোনা) ভাইরাস প্রাদুর্ভাবের মুহুর্তে সম্মুখসারীর যোদ্ধা হিসেবে বিশেষ ভূমিকা রাখায় সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করেছে সপ্তবর্ণ মডেল স্কুল। গতকাল শাহজাদপুর পৌরশহরের রূপপুর মহল্লায় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বাসভবনে সম্মাননা স্মারক-২০২১ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সপ্তবর্ণ মডেল স্কুল। সপ্তবর্ণ মডেল স্কুলের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক শ্যামল কুমার দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার নব নির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, প্রেসক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম, সিনিয়র সাংবাদিক আতিক সিদ্দিকী, এমএ জাফর লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, যুগান্তর প্রতিনিধি মুমীদুজ্জামান জাহান, সমকাল প্রতিনিধি কোরবান আলী লাভলু, শাহজাদপুর সংবাদ ডটকম এর বার্তা সম্পাদক শামছুর রহমান শিশির, করতোয়া প্রতিনিধি সাগর বসাক, ইত্তেফাকের শফিউল হাসান চৌধুরী, ভোরের কাগজের আব্দুল কুদ্দুস, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের মামুন রানা, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জহুরুল ইসলাম, মামুন বিশ্বাস, আব্দুল কুদ্দুস, মাইটিভির উপজেলা প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, ৭১ টিভির ফরিদ আহমেদ চঞ্চল, জেলহক হোসেন, ফারুক হাসান কাহার, এম এ হান্নান শেখ, মোঃ আমিনুল ইসলাম, মাসুদ মোশারফ, মিলন মাহফুজ, শফিকুল ইসলাম পলাশ, নয়ন আলী, জাহিদ হোসেন, আরিফুল ইসলাম, মিঠুন বসাক, সাংবাদিক ফরহাদ হোসেন বাবুল, সাংবাদিক আবু সালেহ, নুপুর কুমার রায়সহ শাহজাদপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। সপ্তবর্ণ মডেল স্কুলের পরিচালক ও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মঈন উদ্দিন, নিরঞ্জন কুমার পাল, হারুন অর রশীদ, সোহেল রানা সহ স্কুলটির সকল শিক্ষকবৃন্দ। এসময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে প্রত্যেক বক্তাই করোনাকালীন সাংবাদিকদের অবদানের ভূয়সী প্রসংশা করেন। তারা বলেন যখন দেশের মানুষ করোনা সংক্রমনের আতঙ্কে ঘরে বসে ছিল তখনও সাংবাদিকরা করোনা সংক্রমনের তোয়াক্কা না করে দেশের প্রতিটি সংবাদ জনগনের কাছে পৌঁছে দিয়েছেন। এমনকি করোনা আক্রান্ত জনগোষ্ঠীর দোরগোড়ায় গিয়ে তাদের অবস্থার খোঁজখবর নিয়েছেন। উক্ত অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলায় কর্মরত প্রত্যেক সাংবাদিককে সপ্তবর্ণ মডেল স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com