মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

রাণীনগর-আত্রাইয়ের সেতুবন্ধন বাঁশের সাঁকো

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

নওগাঁর রাণীনগর উপজেলার ঘোষগ্রাম-আন্ধারকোটা নামক স্থানে ছোট যমুনা নদীর ওপর দিয়ে চলাচলের জন্য এলাকাবাসীর উদ্যোগে বাশের সাঁকো নির্মাণ করায় রাণীনগর ও আত্রাই উপজেলার মানুষের মাঝে যোগ হয়েছে নিবিড় সেতুবন্ধন। আত্রাই উপজেলার বিল বেষ্টিত কালিকাপুর ইউপির অবহেলিত জনপদের মধ্যে আটগ্রাম, হরপুর, তারানগর, বাউল্লাপাড়া, ঝিয়াড়িগ্রাম, শলিয়া গ্রাম ও রাণীনগর উপজেলার কৃষ্ণপুর, মালঞ্চি, ঘোষগ্রাম, নান্দাইবাড়ি, বেতগাড়ী, ভবাণীপুর, কালিকাপুর গ্রামের প্রায় ৩ হাজার লোকের বসবাস হলেও যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নয়ন না হওয়ায় রাষ্ট্রের অনেক জরুরি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এই দুই উপজেলার কয়েক গ্রামবাসি। যোগাযোগ ব্যবস্থার এই আধুনিকতার যুগে স্বাধীনতার ৫০ বছর পরেও নওগাঁর ছোট যমুনা নদীর ওপর দিয়ে পারাপারের জন্য নদীর ওপর একটি ব্রীজ নির্মাণের অভাবে দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে বর্ষা মৌসুমে নৌকা এবং শুস্ক মৌসুমে বাঁশের সাাঁকোই তাদের চলাচলের ভরসা। ১০টি গ্রামের কৃষক-শ্রমিক, স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বর্ষায় পড়েন চরম বেকায়দায়। রাণীনগর উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে সীমান্ত ঘেষা ও আত্রাই উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার পশ্চিমে বয়ে গেছে নওগাঁর ছোট যমুনা নদী। বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বছরের বেশি সময় ধরে বন্যার পানি চারিদিকে থৈ থৈ করে। তখন পারিবারিক প্রয়োজনে যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় ভাড়ায় চালিত নৌকা। কিন্তু শুস্ক মৌসুমের শুরুতেই বিলের পানি কমতে থাকায় পানি-কাদায় একাকার হওয়ায় পায়ে হেঁটেই উপজেলার আটগ্রাম, হরপুর, তারানগর, বাউল্লাপাড়া, ঝিয়াড়িগ্রাম, শলিয়া গ্রামসহ বিভিন্ন এলাকার মানুষকে প্রয়োজনের তাগিদে জেলা ও উপজেলা সদরে যেতে হয়। নদীর নাব্যতা সংকটের কারণে নৌকা চলাচল বন্ধ থাকায় ঘোষগ্রাম-আন্ধারকোটা নামক স্থানে নদী পারাপারের জন্য একটি বাঁশের সাঁকোর উপরই ভরসা করতে হয়। উপজেলার ওই গ্রামগুলোতে সবচেয়ে বেশি ইরি ধান উৎপাদন এলাকা হিসেবে পরিচিত। স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ধানসহ অন্যান্য কৃষি পন্যসামগ্রী সহজ ভাবে বাজারজাত করতে না পারায় নায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। অনেকটা বাধ্য হয়েই ফরিয়া ও মহাজনদের কাছে চলমান বাজার মূল্যের চেয়ে কমদামে কৃষি পন্য বিক্রি করতে হয়। এখানে একটি ব্রীজ নির্মাণের এলাকাবাসির দীর্ঘদিনের প্রাণের দাবি। কিন্তু ফিবছর প্রকল্প আসে প্রকল্প যায় এই এলাকাবাসির ভাগ্য উন্নয়নের কারো যেন মাথা ব্যাথা নাই। আন্ধারকোটা গ্রামের সাহাদ আলী(৭০) মহিদুল ইসলাম(৪৫), কালিকাপুর গ্রামের রুহুল আমিন(৩৮) জানান, এখানে একটি ব্রীজ না থাকায় দুই পারের মানুষেরই চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে ইরি-বোরো মৌসুমে ধান কাটাসহ আনা নেওয়া খুব অসুবিধা হয়। তাই একটি ব্রীজ নির্মাণ করা হলে সবাই উপকৃত হবে। কালিকাপুর ইউপি চেয়ারম্যান, নাজমুল হক নাদিম জানান, শলিয়া ইউনিয়ন পরিষদ হতে অন্ধারকোটা পর্যন্ত পাকা সড়ক এবং ছোট যমুনা নদীর উপরে একটি ব্রীজ নির্মাণের জন্য যাচাই বাছাই ও পরীক্ষা নিরিক্ষা চলছে। ব্রীজটি নির্মাণ করা হলে ইউনিয়নবাসিসহ আশেপাশে বসবাসরত সর্বসাধারণের জীবন যাত্রার মান পাল্টে যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com