দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। রবিবার এর উদ্বোধন করা হয়। দীর্ঘদিন অপেক্ষার পর নতুন ভোটাররা পাচ্ছেন এই স্মার্ট কার্ড। ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসের সূত্রে জানাযায়,পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৯,৯৮১ জন, পূর্বের ভোটার ১৮০২৭জন। ২০১৯ হালনাগাদ ১৮৬৪ জন এর মধ্যে পুরুষ ৯৮৬৩ জন এবং মহিলা ১০০২৮ জন। ২০১৯ সালে নতুন ভোটারা স্মার্ট কার্ড পাবেন। ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার শাহাজান মানিক জানায়, শুরুতে পৌরসভা এলাকায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ও উপজেলায় ক্যাম্প করে কার্ড বিতরণ করা হবে। এই সময় জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন ঘোড়াঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা রাফিউল আলম, মেয়র আব্দুর সাত্তার মিলন, উপজেলা নির্বাচন অফিসার শাহাজান মানিক, পৌরসভার সকল ওয়ার্ড এর কাউন্সিল এবং উপজেলা যুবলীগের সাধারণ-সম্পাদক রবিউল ইসলাম রবি সহ এ সময় অনেকেই উপস্থিত ছিলেন।