সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

মৌলভীবাজার পৌরসভায় দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন মোঃ ফজলুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ১৩ হাজার ৬ শত ৯৭ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন মোঃ ফজলুর রহমান। সাধারণ কাউন্সিলর পদে বেসরকারীভাবে ১নং ওয়ার্ডে উট পাখি মার্কা নিয়ে ১৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এডভোকেট পার্থ সারথি পাল, ২নং ওয়ার্ডে উট পাখি মার্কা নিয়ে ১১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গত মেয়াদের কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, ৩ নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প মার্কা নিয়ে ১০৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গত মেয়াদের কাউন্সিলর নাহিদ হোসেন, ৪নং ওয়ার্ডে পাঞ্জাবী মার্কা নিয়ে ৬৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সালেহ আহমদ পাপ্পু, ৫নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প মার্কা নিয়ে ৯৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গত মেয়াদের কাউন্সিলর ফয়ছল আহমদ, ৬নং ওয়ার্ডে উটপাখি মার্কা নিয়ে ৮১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গত মেয়াদের কাউন্সিলর জালাল আহমদ, ৭নং ওয়ার্ডে ফাইল কেভিনেট মার্কা নিয়ে ১০৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গত মেয়াদের কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, ৮নং ওয়ার্ডে উটপাখি মার্কা নিয়ে ১২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ সেলিম হক ও ৯নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন গত মেয়াদের কাউন্সিলর মাসুদ আহমদ।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বেসরকারীভাবে ১নং ওয়ার্ডে (১, ২, ৩) আনারস মার্কা নিয়ে ২৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজমা বেগম, ২নং ওর্য়াডে (৪, ৫, ৬) চশমা মার্কা নিয়ে ৩০৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহানারা বেগম এবং ৩নং ওর্য়াডে (৪, ৫, ৬) আনারস মার্কা নিয়ে ২০২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জিমি আক্তার।
এ নির্বাচনে মেয়র পদে ২জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১০জন মিলিয়ে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় ছিলেন। মেয়র পদে প্রতিদ্বন্ধি ২ জনের মধ্যে ১ জন নির্বাচনের আগের দিন ২৯ জানুয়ারী মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সরকারী দল, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার ও প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে নির্বাচন থেকে সরে দাড়ালে, মেয়র পদে প্রার্থী সংখ্যা হয়ে যায় ১জন। এতেকরে কার্যত সবমিলিয়ে প্রতিদ্বন্ধিতায় থাকেন মোট ৩৯ জন প্রার্থী।
প্রতিদ্বন্ধি ছিলেন সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৫জন, ২নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধি ছিলেন ২জন, ৩নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধি ছিলেন ৩জন, ৪নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধি ছিলেন ৪জন, ৫নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধি ছিলেন ৪জন, ৬নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধি ছিলেন ৩জন, ৭নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধি ছিলেন ৫জন, ৮নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন ২ জন, ৯নং ওয়ার্ডে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও ১ জনের মনোনয়ন অবৈধ ঘোষিত হওয়ায় প্রার্থী সংখ্যা হয়ে যায় ১জন।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে (১, ২, ৩) প্রতিদ্বন্ধি ছিলেন ৫ জন, ২নং ওর্য়াডে (৪, ৫, ৬) প্রতিদ্বন্ধি ছিলেন ২জন ও ৩নং ওয়ার্ডে (৭, ৮, ৯) প্রতিদ্বন্ধি ছিলেন ৩জন। নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৪৩ হাজার ৪৪৬জন। এর মধ্যে ২২ হাজার ৭৫০ জন পুরুষ ভোটার ও ২০ হাজার ৬৯৬ জন নারী ভোটার। মৌলভীবাজার পৌরসভায় ইতিপূর্বে ১৪টি ভোটকেন্দ্র থাকলেও এবারে ছিল ১৮টি ভোটকেন্দ্র।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com