মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

করোনা সচেতনতা ও সমাজসেবায় ‘স্বর্ণ পদক’ পেলেন চেয়ারম্যান নবীদুল ইসলাম

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

করোনা মহামারিতে জনসচেতনতা সৃষ্টি ও সমাজসেবায় গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ অবদানের জন্য ‘স্বর্ণপদক” পেলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম। ঢাকার পল্টনস্থ হোটেল ফার্বসের হলরুমে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ দেশের অগ্রগতিতে স্থানীয় ইউনিয়ন পরিষদ’ শীর্ষক আলোচনা সভা শেষে ইউপি চেয়ারম্যান মো. নবীদুল ইসলামকে স্বর্ণপদক তুলে দেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এম,পি। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি এস.এ এম জাকারিয়া আলম ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন ভুইয়াসহ বিচারপতি, সংসদ সদস্য ও দেশবরেণ্য ব্যক্তিবর্গ। এবিষয়ে আলহাজ্ব মো: নবীদুল ইসলাম বলেন, বলেন, পুরস্কার প্রাপ্তির আশায় কেউ কাজ করে না। ব্যক্তির কাজের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়। আমাকে এভাবে সম্মানিত করায় আমি সবার কাছে চির কৃতজ্ঞ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com