রাজশাহীতে কলেজ ছাত্র শফিউল ইসলাম হত্যা মামলার খুনীদের ফাঁসির দাবিতে মানবন্ধন করেন স্থানীয়রা। গতকাল মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের টাংগন গ্রামের কলেজ ছাত্র মোঃ শাফিউল ইসলাম এর খুনীদের ফাঁসির দাবিতে এবং মামলাটি দ্রুত বিচার আইনে হস্তান্তর করার লক্ষ্যে মানবন্ধন করেন স্থানীয়রা। মানব বন্ধনে রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে বক্তারা বলেন, রাজশাহী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র মোঃ শাফিউল ইসলাম কে নৃশংস ভাবে খুন করে পেশাদার খুনী আব্দুল বারিক। এই খুনী এর আগেও নিজের বাবা সহ ৩জনকে খুন করে। ৪ খুন মামলার আসামী আব্দুল বারিক কী ভাবে পর পর ৪টি খুন করার পরেও বহাল তবিয়তে পার পেয়ে যায়? মানব বন্ধনে ৫শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে শাফিউলের মা বাবা সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়ঘাটি ইউনিয়নের সাবেক চেয়ার মোঃ ওসমান গণি ও মোঃ ছদের আলী, ইউপি সদস্য আবুল খায়ের সহ দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৩ জানুয়ারী শনিবার দিবাগত রাতে নৃশংস ভাবে খুন হন কলেজ ছাত্র মোঃ শাফিউল ইসলাম। আসামী বারিক ও তার স্ত্রী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দী দিয়েছে।