মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

কোহলির বাড়িতে নেই গৃহকর্মী, নিজেই তুলে দেন খাবার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

ক্রিকেট মাঠে আগ্রাসী মনোভাবের খেলোয়াড় হিসেবেই পরিচিত ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এতে অবশ্য সফলতাও পাচ্ছে ভারত। তার অধীনেই টেস্ট ক্রিকেটে সবচেয়ে সফল ভারত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো শীর্ষ দেশগুলোর বিপক্ষে সিরিজ জিতেছে তারা। তবে মাঠের ভেতরে যতটা আগ্রাসী মনোভাবের, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই ঠাণ্ডা মেজাজের মানুষ কোহলি। বর্তমানে ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ হলেও, নিজের বাড়িতে কোনো গৃহকর্মী রাখেননি তিনি। বাড়িতে নিজের কাজগুলো নিজেই করতে পছন্দ করেন কোহলি। কোনো মেহমান এলে খাবারও নিজ হাতেই তুলে দেন তিনি।
ব্যক্তি কোহলির এ দিকটি তুলে ধরেছেন ভারতের সাবেক নির্বাচক স্মরণদীপ সিং। স্পোর্টসকীড়ায় দেয়া সাক্ষাৎকারে ভারতের হয়ে ৩ টেস্ট ও ৫ ওয়ানডে খেলা এ সাবেক ক্রিকেটার বলেছেন, ‘আপনারা জানলে অবাক হবেন, কোহলির বাড়িতে কোনো গৃহকর্মী নেই। সে এবং তার স্ত্রী মিলে সবাইকে খাবার তুলে দেয়।’
স্মরণদীপ আরও যোগ করেন, ‘আপনি (কোহলির কাছে) আর কী চাইতে পারেন? বিরাট সবসময় পাশে বসে, আড্ডা দেয়, একসঙ্গে ডিনারে যায়। দলের অন্যান্য খেলোয়াড়রা কোহলিকে অনেক সম্মান করে। সে খুবই নম্র স্বভাবের একজন মানুষ।’ এসময় ভারতের সাবেক নির্বাচক জানান, মূলত অধিনায়ক হওয়ার কারণেই মাঠের ভেতরে বাড়তি আগ্রাসী দেখা কোহলিকে। তার ভাষ্য, ‘মাঠের মধ্যে, তাকে অমন হতে হয়, কারণ সে একটা দলের অধিনায়ক। সে ঐ ব্যক্তি, যাকে মাঠের ভেতর সকল চাপ এবং কঠিন মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে।’ তবে মাঠের বাইরে যে কোহলি অন্যরকম সেটি জোর দিয়েই বলেন স্মরণদীপ। এক্ষেত্রে তিনি টেনে আনেন টিম মিটিংয়ের উদাহরণ, ‘দল নির্বাচনের আলোচনায় কোহলি আসলে সেটা এক-দেড় ঘণ্টা ধরে চলে। সে খুব ভাল শ্রোতা। জানি না মানুষ ওর সম্পর্কে কী এত ভাবে।’ ‘ম্যাচে ওকে দেখবেন ব্যাটিং বা ফিল্ডিংয়ের সময় অনেক আগ্রাসী। তাই হয়তো সবার মনে হ,য় ওর মাথা গরম এবং অহংকারী। কিন্তু মাঠের বাইরে সবসময় ঠান্ডা মাথা ওর। নির্বাচনী আলোচনায় নম্রভাবে কথা বলে। আগে সবার কথা শুনে তারপরে নিজের সিদ্ধান্ত জানায়।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com