শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

গাইবান্ধায় নির্বাচন কমিশনের আয়োজনে ভোটার দিবস পালিত

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

গাইবান্ধায় নির্বাচন কমিশনের আয়োজনে ২রা মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা নির্বাচন কমিশন চত্বরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা, স্মার্ট কার্ড বিতরণ, নতুন ভোটারকরণ ও ভোটার স্থানান্তর করণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন। উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ, উচ্চমান সহকারী ইউলাদ প্রমুখ। এছাড়াওসাদুল্লাপুর উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে জাতীয় ভোটার দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সেবাদান কার্যক্রম উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সহ -সভাপতি ও সহকারী অধ্যাপক আব্দুল জলিল, সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসার লুৎফর রহমান, উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাইফুজ্জামান জাহিদ,১ রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল করিম দুলা,সাদুল্লাপুর নাগরিক কমিটির সভাপতি আবুল বাসার মোঃ হান্নানসহ অত্র অফিসের কর্মচারীবৃন্দ।লুৎফর রহমান বলেন- যাহাদের জন্ম ০১-০১-২০০২ তারিখ ও ২০১৯ সালে ভোটার ও হালনাগাদ করেছে তাহাদের স্মার্ট কার্ড ২২-০২-২০২১ তারিখ হতে বিতরণ শুরু করা হয়েছে এবং ৩০-০৩-২০২১ তারিখ পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com