লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারত থেকে ৪৬ টি সাপ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি)। দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তের ৭ নম্বর মেইন পীলারের ৩১ সাব পীলারের নিকটে শুক্রবার সন্ধায় বিজিবি তাদের আটক করে। পরে বিজিবি বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দিয়ে আসামীদের পুলিশের নিকট সোপর্দ করেন বিজিবি ও থানা পুলিশ জানায় ৪টি কাঠের বাক্সে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ নিয়ে সাপুড়ে হামিদুল ইসলাম(২১) ও রাকিব(২৫) বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় বিজিবি তাদের দেখে সন্দেহ হলে তল্লাশী করেন। পরে তাদের কাছ থেকে ৪৬ টি সাপ, আংটির ১৪০ টি পাথর এবং ৪টি মোবাইল সেট উদ্ধার করে। হামিদুল ইসলাম ঢাকা সাভারের পোড়াবাড়ি এলাকার অপিকুল ইসলামের ছেলে ও রাকিব একই এলাকার কাত্তার মিয়ার ছেলে। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইন অমান্য ও প্রাণী কল্যাণ আইনে মামলা দায়ের করা হয়। ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক আরিফুল ইসলাম বাদি হয়ে এই মামলা দায়ের করেন। পাটগ্রাম থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের আদেশে সাপ গুলোকে জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের নিকট দেয়া হয়েছে। আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।