মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মশার দাপটে অতিষ্ঠ বাসিন্দারা

আপেল মাহমুদ রুহিয়া (ঠাকুরগাঁও) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

শীত শেষে তাপমাত্রা বাড়তে না বাড়তে ঠাকুরগাঁও সদর উপজেলায় শুরু হয়েছে মশার উপদ্রব। বিকেল থেকেই মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠছেন বাসিন্দারা। গত দু-এক বছর আগে আশঙ্কাজনকভাবে দেখা দিয়েছিল চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। গত কয়েক দিন ধরে তাপমাত্রা বার বারই ওঠানামা করছে। আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মশার উৎপাত। রুহিয়া থানার বাসিন্দাদের একাংশের বক্তব্য, শুধু এ বছর নয় প্রতি বছরই এমন মশার সমস্যা খুব বেড়ে যায়। বিকেল থেকে রাত পর্যন্ত জানলা-দরজা খোলার উপায় থাকে না। বাইরে হাঁটাচলা করাটাও মুশকিল হয়ে পড়ে। সদরের রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য তাহেরুল ইসলাম বললেন, গত কয়েক বছরের তুলনায় মশার সমস্যা আরও বেড়েছে। কয়েল, স্প্রে বা মশা মারার ব্যাট কোনো কিছুতেই কাজ হচ্ছে না। সেগুলির গুণগত মান খতিয়ে দেখা দরকার। কারণ, ওই সবে কোনও কাজই হচ্ছে না।’’ রুহিয়া থানার সকল এরিয়াতেই এই সমস্যার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেন ও নালার ময়লা এবং স্তূপকৃত ময়লা-আবর্জনার কারণে মশা বেড়েছে মনে হচ্ছে। এমন কঠিন পরিস্থিতিতে চোখে পড়ছে না মশক নিধন অভিযান। যে হারে মশার উপদ্রব বাড়ছে, সেই হারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চোখে না পড়ায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। মশা প্রাণীটি ক্ষুদ্র হলেও খুবই মারাত্মক। মশার উপদ্রব কমার বদলে দিনদিন আরও বেড়ে চলেছে। রুহিয়া ইউনিয়নের বাসিন্দা শাহজাহান সিরাজ (বাঘা) জানালেন, আবর্জনা নর্দমা গুলি নিয়মিত পরিস্কার করা দরকার। মশা নিয়ন্ত্রণের চেষ্টা হলেও তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। অবিলম্বে এই বিষয়ে গুরুত্ব দিক প্রশাসন। আখানগর ইউনিয়ন বাসিন্দাদেরও একাংশের বক্তব্য, কয়েল, স্প্রে করছেন, ধোঁয়াও দিচ্ছেন। কিন্তু তার পরেও মশার উপদ্রব কমছে না। রুহিয়া মুজামন্ডলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাবেয়া সুলতানা বলেন, করোনার আতঙ্ক এখনও দূর হয়নি। তার মাঝেই এখন মশাবাহিত রোগ নিয়ে চিন্তিত তাঁরা। ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ জানান, তাপমাত্রা বৃদ্ধির কারণে মশার এই বাড়বাড়ন্ত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেই কারণেই মশার তেল স্প্রে করা থেকে শুরু করে মশা নিয়ন্ত্রণের সার্বিক কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘মশার উৎপাত যে বেড়েছে, তা ঠিক। মশার বিস্তাররোধে সদর উপজেলা প্রশাসন সক্রিয় রয়েছে। ড্রেন ও আবর্জনা স্তুপে মশার তেল স্প্রে করার পাশাপাশি ঝোপজঙ্গল পরিস্কারের পরামর্শ দেওয়া হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com