রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

করোনায় মারা গেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

তানজানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি মারা গেছেন। ভাইস-প্রেসিডেন্ট বুধবার এ কথা ঘোষণা করেছেন।
ভাইস-প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে জানান, রাজধানী দারেস সালামের একটি হাসপাতালে ম্যাগুফুলি মারা গেছেন। তার বয়স হয়েছল ৬১ বছর। তিনি হৃদরোগে ভুগছিলেন। প্রেসিডেন্ট ম্যাগুফুলিকে দুই সপ্তাহ ধরে জনসম্মুখে দেখা যাচ্ছিল না। ফলে তার স্বাস্থ্য নিয়ে নানা গুজব ভেসে বেড়াচ্ছিল। বিরোধী রাজনীতিবিদরা গত সপ্তাহে বলেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হযেছেন। তবে তা নিশ্চিত করা হয়নি।
আফ্রিকার যেসব দেশ করোনাভাইরাসের ভয়াবহতাকে গুরুত্ব দিচ্ছে না, তার অন্যতম হলো তানজানিয়া। ম্যাগুফুলিও করোনাভাইরাস দূর করার জন্য প্রার্থনা, স্টিম ইনহেলিশন ও স্থানীয় প্রতিষেধক গ্রহণ করার জন্য দেশবাসীকে পরামর্শ দিয়েছিলেন। দেশটি ২০২০ সালের এপ্রিল থেকে করোনায় সংক্রমণের সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দিয়েছিল। এমনকি জুনে তিনি ঘোষণা করেছিলেন, ঐশী হস্তক্ষেপে তার দেশ করোনাভাইরাস মুক্ত হয়ে গেছে। তানজানিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস-প্রেসিডেন্ট হাসান নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। তিনি ম্যাগুফুলির পাঁচ বছরের মেয়াদের বাকি অংশ পূরণ করবেন। গত বছর ওই মেয়াদ শুরু হয়েছিল। সূত্র : আল জাজিরা ও বিবিসি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com